বিশ্বে জনবহুল নগরীর তালিকায় সাত ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে ঢাকা

শহরমুখী মানুষের ঢল বিশ্বব্যাপী নগরায়ণকে ত্বরান্বিত করছে। বাড়ছে জনসংখ্যা, বাড়ছে মেগা সিটির সংখ্যা। জাতিসংঘের সদ্য প্রকাশিত ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ প্রতিবেদনে উঠে এসেছে শহরভিত্তিক এই জনঘনত্বের নতুন চিত্র। যেখানে বড় উল্লম্ফন হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার। এক লাফে সাত ধাপ এগিয়ে উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে।

বিশ্বের সর্বাধিক জনবহুল নগরের শীর্ষস্থান দখল করেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। পূর্বের তালিকায় শীর্ষে থাকা টোকিওকে পেছনে ফেলে এখন ৪ কোটি ১৯ লাখ মানুষের আবাস এই উপকূলীয় শহরটি। ঢাকার অবস্থানও পাল্টে গেছে নাটকীয়ভাবে। আগের তালিকার ৯ নম্বর থেকে এক লাফে উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে। বর্তমানে ঢাকায় বসবাস করছে ৩ কোটি ৬৬ লাখ মানুষ। জাতিসংঘের পূর্বাভাস, বর্তমান প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে জাকার্তাকেও ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল নগরে পরিণত হতে পারে ঢাকা।

জাতিসংঘের ‘ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স’ প্রস্তুতকৃত প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৮ সালের তথ্য হালনাগাদ করে শহরে বসবাসকারীদের বিস্ময়কর বৃদ্ধির নতুন ট্রেন্ড তুলে ধরা হয়েছে। স্কাই নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- এটি মূলত ভবিষ্যৎ অনুমানের ভিত্তিতে তৈরি একটি মূল্যায়ন।

তৃতীয় স্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও। প্রায় ৩ কোটি ৩৪ লাখ মানুষের শহরটির জনসংখ্যা গত ২৫ বছরে তুলনামূলক স্থিতিশীল থাকলেও জাকার্তা ও ঢাকার ক্ষেত্রে এই বৃদ্ধি হয়েছে যথাক্রমে ৫ ও ৭ গুণ। বিশ্বের মেগা সিটির সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বর্তমানে এক কোটির বেশি জনসংখ্যার শহর রয়েছে ৩৩টি। যেখানে ১৯টি এশিয়ায়। শীর্ষ ১০-এর মধ্যে ৯টিই এশিয়ান নগরী।

জাকার্তা, ঢাকা ও টোকিওর পর ৪ নম্বরে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি (বাসিন্দা ৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)। ৯. সিউল (২ কোটি ২৫ লাখ)

এশিয়ার বাইরে একমাত্র প্রতিনিধি মিশরের রাজধানী কায়রো, যার জনসংখ্যা ৩ কোটি ২০ লাখ। লাতিন আমেরিকার মধ্যে সবচেয়ে জনবহুল শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ)। আর সাব-সাহারান আফ্রিকার মধ্যে দ্রুততম প্রবৃদ্ধির শহর হিসেবে চিহ্নিত হয়েছে নাইজেরিয়ার লাগোস।

mzamin

No comments

Powered by Blogger.