ট্রাম্পকে কংগ্রেসের আহ্বান: মিয়ানমারের জান্তার ভুয়া নির্বাচনের নিন্দা জানান
বুধবারের এক কংগ্রেশনাল শুনানির পর এই আহ্বান জানানো হয়। সেখানে মিয়ানমারের চলমান সামরিক ও মানবিক সংকট নিয়ে আলোচনা হয়। মার্কিন হাউস কমিটি অন ফরেন রিলেশনস পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ ও মধ্য এশিয়া- এই দুই উপকমিটির যৌথ শুনানি আয়োজন করে। এর শিরোনাম: ‘নো এক্সিট স্ট্র্যাটেজি: মিয়ানমারের শেষহীন সংকট এবং আমেরিকার সীমিত বিকল্প।’ শুনানিতে দেশটির গভীরতর মানবিক ও নিরাপত্তা সংকট তুলে ধরা হয় এবং জান্তা তাদের দখল আরও শক্ত করার পাশাপাশি আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে- এ অবস্থায় যুক্তরাষ্ট্রের আরও কঠোর প্রতিক্রিয়ার আহ্বান জানানো হয়।
ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক সাবকমিটির চেয়ারওম্যান ইয়াং কিম বলেন, সামরিক সরকার স্বৈরাচারী শাসনকে আড়াল করতে ভুয়া নির্বাচন আয়োজন করছে। একই সঙ্গে চীন ও রাশিয়ার প্রক্সি হিসেবে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, এই সংকট সরাসরি মার্কিন স্বার্থকে হুমকিতে ফেলছে। কারণ জান্তা-নিয়ন্ত্রিত প্রতারণা নেটওয়ার্কগুলো মার্কিন করদাতাদের কাছ থেকে বিলিয়ন ডলার লুট করছে।
নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রের নীতির পুনর্বিবেচনার জন্য জরুরি কংগ্রেশনাল পদক্ষেপ প্রয়োজন। আইনপ্রণেতারা সতর্ক করেন যে যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নিলে মিয়ানমার ব্যর্থ রাষ্ট্রের দিকে আরও এগোবে এবং আন্তর্জাতিক অপরাধের নতুন কেন্দ্রস্থলে পরিণত হবে। তারা আরও আহ্বান জানিয়েছেন বার্মা অ্যাক্ট কার্যকরভাবে বাস্তবায়নের, যাতে মিয়ানমারের গণতন্ত্রপন্থী শক্তিগুলোকে সরাসরি শক্তিশালী, অপ্রাণঘাতী সহায়তা দেয়া যায়। এর মধ্যে রয়েছে শাসনব্যবস্থা, যোগাযোগ প্রযুক্তি এবং মুক্ত অঞ্চলের নিরাপত্তা ও প্রশাসন পরিচালনায় প্রযুক্তিগত সহায়তা।

No comments