হংকংয়ে ভয়াবহ আগুনে পুড়লো ৩১ তলা ভবন, নিহত কমপক্ষে ১৩
এতে বলা হয়, বুধবার বিকেলে ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে আগুনের সূত্রপাত ঘটে। ৩১ তলা বিশিষ্ট আটটি ব্লকের এই কমপ্লেক্সে মোট দুই হাজার ফ্ল্যাট রয়েছে। এদিন বিকেল ২টা ৫১ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। প্রবল বেগের হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই আগুন ভবনের সাতটি ব্লক পর্যন্ত ছড়িয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পোহাতে হয়েছে দমকল বাহিনীর। ঘন কালো ধোঁয়া ও দাউদাউ করে জ্বলে ওঠা আগুনে আকাশ লাল হয়ে ওঠে। অনেক ভবনের বাইরের অংশে যে বাঁশের স্ক্যাফোল্ডিং ছিল, আগুনের তাপে সেগুলো ভেঙে পড়তে দেখা যায়। অসংখ্য ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
৭১ বছর বয়সী এক বাসিন্দা ওয়ং কান্নাজড়িত কণ্ঠে জানান, আগুন লাগার সময় তার স্ত্রী ভবনের ভেতরে আটকে পড়েন। আরেক বাসিন্দা হ্যারি চিউং (৬৬) বলেন, বিকেল ২টা ৪৫ মিনিটে তিনি একটি বিকট শব্দ শুনতে পান। পরে দেখতে পান যে পাশের ব্লকে দাউ দাউ করে আগুন জ্বলছে। চিউং বলেন, আমি সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে জরুরি জিনিসপত্র গুছিয়ে বের হয়েছি। তবে এখন কোথায় ঘুমাব, সেটাই ভাবছি।
ঘটনাস্থলের ওপরের ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে অনেকেই আগুনের দৃশ্য দেখেন এবং ছবি তুলতে থাকেন। সামাজিক মাধ্যমে স্থানীয় বাসিন্দারা জানান, ভবনগুলো প্রায় এক বছর ধরে সংস্কারের কাজ চলছিল। আগুনের কারণে তাই পো রোডের একটি বড় অংশ বন্ধ করে দিয়েছে পরিবহন বিভাগ। বাসসহ অন্যান্য যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
ওয়াং ফুক কোর্ট সরকারি ভর্তুকিযুক্ত হাউজিং স্কিমের আওতায় নির্মিত একটি ভবন। হংকংয়ের মতো জনবহুল শহরে এ ধরনের বহু উচ্চাভিলাষী আবাসিক প্রকল্প রয়েছে, যেখানে বাড়ি কেনা সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব স্বপ্ন।
গত বছর এপ্রিলেও জনবহুল কাউলুন জেলায় এক আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে পাঁচজন প্রাণ হারান। ৬৮ বছর বয়সী আরেক বাসিন্দা ওয়াই ওয়াই চ্যান ঘটনার পর বাইরে দাঁড়িয়ে বলেন, আমার ব্লকে আগুন নেভানো হলেও চারপাশে আগুন জ্বলতে দেখে মনটা ভেঙে যাচ্ছে।

No comments