নোবেলজয়ী ওমারের জন্ম ফিলিস্তিনি শরণার্থী পরিবারে

এ বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তাদের একজন ওমার এম ইয়াঘি। জানা যাচ্ছে, ফিলিস্তিনি শরণার্থীর এক সাধারণ পরিবারে জন্ম নেন তিনি। ওমার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন রসায়নবিদ। নোবেলজয়ী বাকি দু’জন হলেন- সুসুমু কিতাগাওয়া ও রিচার্ড রবসন। নতুন আনবিক কাঠামো বা মলিকিউলার আর্টিটেকচার উদ্ভাবনের জন্য তাদের সঙ্গে যৌথভাবে নোবেল পান ইয়াঘি। এই তিন বিজ্ঞানী এমন কিছু আণবিক কাঠামো তৈরি করেছেন যা দিয়ে গ্যাস ও অন্য রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে। ওই উপকরণগুলোর মাধ্যমে মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ করা, কার্বন ডাই-অক্সাইড ক্যাপচার বা বিষাক্ত গ্যাস মজুত করার কাজে ব্যবহার করা যাবে।

ইয়াঘি ২৮তম ইউসি বেকার্লির ফ্যাকাল্টি মেম্বার হিসেবে নোবেল পুরস্কার পেলেন। এই বিজ্ঞানী তার ক্ষেত্রটিকে জালিকার রসায়ন বলে অভিহিত করেন। ১৯৯০ সালে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের আরবানা ক্যাম্পেইন থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। সেখানে তিনি রসায়নবিদ ওয়াল্টার ক্লেমপেরার সঙ্গে কাজ করেন। ইয়াঘি তাকে তথ্য বিশ্লেষণের কৌশল শেখান। এছাড়া কিভাবে একজন গবেষক বিজ্ঞানে নতুন দিগন্ত গড়ে তুলতে হয় তা শেখান। ইয়াঘি জটিল অণুগুলোর সংশ্লেষণে কাজ করেছিলেন। ১৯৬৫ সালে জর্ডানের আম্মানে ফিলিস্তিনি শরণার্থী এক পরিবারে জন্মগ্রহণ করেন রসায়নে নোবেল পাওয়া বিজ্ঞানী ইয়াঘি। তার পিতা গবাদি পশু পালন করতেন এবং আম্মানে তার একটি মাংসের দোকান ছিলো। পিতার পরামর্শে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যান তিনি। হাইস্কুল শেষ হওয়ার এক বছরের মধ্যে তিনি নিউইয়র্কে একা বসবাস শুরু করেন। ইংরেজিতে দুর্বল হওয়ায় তিনি ইংরেজি, গণিত, বিজ্ঞানে হাডসন ভ্যালি কমিউনিটি কলেজ থেকে কোর্স সম্পন্ন করেন।

বলেন, রসায়নের প্রতি আমার শুরু থেকেই অন্যরকম ভালোবাসা কাজ করতো। আমি আলবানিতে চলে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে গবেষণায় মনোযোগ দেই। তিনজন পৃথক প্রফেসরের কাছ থেকে আমি তিনটি ভিন্ন ধরণের কোর্স করি। একজন প্রফেসরের কাছ থেকে ভৌত জৈব প্রকল্প, একজনের কাছ থেকে জৈব পদার্থবিদ্যা প্রকল্প ও অন্য একজনের কাছ থেকে তত্ত্ব প্রকল্প শেখেন। বলেন, গবেষণাগার আমার পছন্দ ছিলো তবে ক্লাস করতে ভালো লাগতো না। তিনি ১৯৮৫ সালে রসায়নে বিএস ডিগ্রী অর্জন করেন। এরপর ১৯৯০ সালে আরবানা চ্যাম্পেইনের ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন পোস্ট ডক্টোরাল ফেলোশিপ অর্জনের পর ১৯৯২ সালে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে, ১৯৯৯ সালে মিশিগান বিশ্ববিদ্যালয়ে এবং ২০০৭ সালে ইউসিএলএতে অনুষদে অধ্যাপনা করেন ইয়াঘি
সূত্র: ইউসি বার্কলি নিউজ।

mzamin

No comments

Powered by Blogger.