রেডক্রসের হুঁশিয়ারি: গাজায় জীবন রক্ষার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে

mzamin
গাজায় জীবন রক্ষার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এ সতর্কতা দিয়েছে রেড ক্রস কমিটি। তারা এক বিবৃতিতে ইসরাইল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা একটি চুক্তিতে পৌঁছায়। এর ফলে মানবিক সহায়তা পৌঁছানো এবং গাজায় আটক বন্দিদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। রেড ক্রসের বিবৃতিতে বলা হয়, তারা ওষুধ, খাদ্য এবং পরিবারগুলোর খবর বন্দিদের কাছে পৌঁছে দিতে প্রস্তুত। তবে এ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর পূর্বসম্মতি আবশ্যক। বিবৃতিতে আরও বলা হয়, শুধু একটি স্থায়ী চুক্তিই গাজায় আটক বন্দি ও তাদের পরিবারের দুঃখ-কষ্ট এবং গাজায় বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত লাখ লাখ মানুষের দুর্ভোগের অবসান ঘটাতে পারে। খাদ্য সংকট প্রতিদিন আরও তীব্র হচ্ছে। গাজায় বেসামরিক মানুষের অবিলম্বে ও ধারাবাহিকভাবে খাদ্য, নিরাপদ পানি, ওষুধ, স্বাস্থ্যবিধি ও মানবিক প্রয়োজনীয় সামগ্রী পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। রেড ক্রস আরও সতর্ক করে বলেছে, গাজায় জীবন বাঁচানোর জানালা দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে। এখনই পদক্ষেপ নেয়ার সময়।

No comments

Powered by Blogger.