গাজায় জীবন রক্ষার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এ সতর্কতা দিয়েছে রেড ক্রস কমিটি। তারা এক বিবৃতিতে ইসরাইল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা একটি চুক্তিতে পৌঁছায়। এর ফলে মানবিক সহায়তা পৌঁছানো এবং গাজায় আটক বন্দিদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। রেড ক্রসের বিবৃতিতে বলা হয়, তারা ওষুধ, খাদ্য এবং পরিবারগুলোর খবর বন্দিদের কাছে পৌঁছে দিতে প্রস্তুত। তবে এ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর পূর্বসম্মতি আবশ্যক। বিবৃতিতে আরও বলা হয়, শুধু একটি স্থায়ী চুক্তিই গাজায় আটক বন্দি ও তাদের পরিবারের দুঃখ-কষ্ট এবং গাজায় বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত লাখ লাখ মানুষের দুর্ভোগের অবসান ঘটাতে পারে। খাদ্য সংকট প্রতিদিন আরও তীব্র হচ্ছে। গাজায় বেসামরিক মানুষের অবিলম্বে ও ধারাবাহিকভাবে খাদ্য, নিরাপদ পানি, ওষুধ, স্বাস্থ্যবিধি ও মানবিক প্রয়োজনীয় সামগ্রী পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। রেড ক্রস আরও সতর্ক করে বলেছে, গাজায় জীবন বাঁচানোর জানালা দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে। এখনই পদক্ষেপ নেয়ার সময়।
|
No comments