চমক দেখাবেন তামান্না

বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়া। এবার তিনি ‘রাগিনী এমএমএস-৩’র মুখ্য চরিত্রে অভিনয় করবেন। এর আগে ‘রাগিনী এমএমএস’র দ্বিতীয় কিস্তির প্রধান আকর্ষণ ছিলেন সানি লিওন। কিন্তু এবার চমক দেখাবেন তামান্না। ছবিটির নির্মাতা একতা কাপুর ইতিমধ্যে নতুন এই কিস্তি ঘিরে পরিকল্পনা শুরু করেছেন। এর আগে ২০১১ সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি, আর ২০১৯ সালে সানি লিওনকে নিয়ে তৈরি হয় ‘রাগিনী এমএমএস রিটার্নস’। জানা গেছে, এবার সেই ধারাবাহিকতার তৃতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, একতা কাপুর অনেকদিন ধরেই নতুন কিস্তি বানানোর কথা ভাবছিলেন। অবশেষে উপযুক্ত গল্প পেয়েছেন এবং চলতি বছরের শেষের দিকেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। আরও জানা গেছে, সম্প্রতি তামান্নার সঙ্গে নাকি চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন পরিচালক একতা। ছবির ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি অবাক হয়েছেন। চমক হিসেবে ছবিতে এবারো থাকবে জমজমাট গান। আশা করা যাচ্ছে, সবমিলিয়ে দর্শকের মধ্যে সাড়া ফেলবে ‘রাগিনী এমএমএস-৩’।
mzamin

No comments

Powered by Blogger.