পাইলট আটকের দাবি ইরানের, নাকচ ইসরাইলের: বিপ্লবী গার্ডস প্রধান সালামি ও ২ পরমাণু বিজ্ঞানী নিহত, ইরানে শোক, ইসরাইলে জরুরি অবস্থা
ইসরাইলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। পাশাপাশি এক পাইলটকে আটকের দাবিও করেছে তেহরান। তবে এই দাবি নাকচ করে দিয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাভিকচে আদ্রেয়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ইরানের সংবাদমাধ্যম মিথ্যা বলেছে। এদিকে ইরানের হামলায় তেল আবিবে ধ্বসে পড়ার ঝুঁকিতে রয়েছে একটি আবাসিক ভবন। ইসরাইলি সংবাদপত্র হারেৎজ-এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ধ্বসে পড়ার ঝুঁকিতে থাকা ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে পুলিশ। ইসরাইল জানিয়েছে একশর কম ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। যেগুলোর খুব কম সংখ্যকই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
ইরানে শীর্ষ সামরিক পদে নতুন নিয়োগ, প্রস্তুতি নিচ্ছে সশস্ত্র বাহিনী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে নতুন সামরিক নেতাদের নিয়োগ দিয়েছেন। শুক্রবার জারি করা এক আদেশে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো দেন। বার্তা সংস্থা ইরনা বলছে নতুন আদেশ অনুযায়ী, মেজর জেনারেল সাইয়্যেদ আবদুররহিম মুসাভিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। খাতাম আল-আন্বিয়া সদর দপ্তরের নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল আলী শাদেমানি। এই গুরুত্বপূর্ণ সামরিক রদবদল এমন এক সময়ে এলো যখন ইসরাইলি বাহিনী শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক সামরিক হামলা চালায়। হামলায় ইরানের বর্তমান সামরিক নেতৃত্বের তিনজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন। তারা হলেন- সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এবং খাতাম আল-আন্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ। এই হত্যাকাণ্ড ইরানের সামরিক ও রাজনৈতিক মহলে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বিপ্লবী গার্ডস প্রধান সালামি ও ২ পরমাণু বিজ্ঞানী নিহত, ইরানে শোক, ইসরাইলে জরুরি অবস্থা
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শুক্রবার নিশ্চিত করেছে যে, ইসরাইলের হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। একই সঙ্গে নিহত হয়েছেন দেশটির শীর্ষ দুই পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফারেইদুন আব্বাসি। মোহাম্মদ মাহদি তেহরানচি ছিলেন ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। ফারেইদুন আব্বাসি ইরানের পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। হামলাটি ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয় । এই হামলায় সালামির মৃত্যু দেশটির সামরিক নেতৃত্বের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, সালামি ছিলেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা এবং প্রতিরক্ষা কৌশলের অন্যতম মুখ্য স্থপতি। তিনি ২০১৯ সাল থেকে আইআরজিসির শীর্ষপদে অধিষ্ঠিত ছিলেন এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্র-বিরোধী অবস্থান গ্রহণের জন্য পরিচিত ছিলেন। তার মৃত্যুর পর ইরানে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন শীর্ষ নেতারা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, শত্রুদের এই অপরাধের জবাব দেওয়া হবে কঠিনভাবে।
বিশ্লেষকরা বলছেন, সালামির মতো একজন শীর্ষ জেনারেলের মৃত্যু ইরানের প্রতিক্রিয়া অনেক বেশি আক্রমণাত্মক করে তুলতে পারে। এর ফলে ইসরাইল ও ইরানের মধ্যে পূর্ণমাত্রার সংঘাত শুরুর আশঙ্কা আরও জোরালো হয়েছে। ইতিমধ্যে ইসরাইল নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায়।
কে এই হোসেন সালামি?
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শুক্রবার নিশ্চিত করেছে যে, ইসরাইলের হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। একই সঙ্গে নিহত হয়েছেন দেশটির শীর্ষ দুই পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফারেইদুন আব্বাসি। মোহাম্মদ মাহদি তেহরানচি ছিলেন ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। ফারেইদুন আব্বাসি ইরানের পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। হামলাটি ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয় । এই হামলায় সালামির মৃত্যু দেশটির সামরিক নেতৃত্বের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, সালামি ছিলেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা এবং প্রতিরক্ষা কৌশলের অন্যতম মুখ্য স্থপতি। তিনি ২০১৯ সাল থেকে আইআরজিসির শীর্ষপদে অধিষ্ঠিত ছিলেন এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্র-বিরোধী অবস্থান গ্রহণের জন্য পরিচিত ছিলেন। তার মৃত্যুর পর ইরানে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন শীর্ষ নেতারা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, শত্রুদের এই অপরাধের জবাব দেওয়া হবে কঠিনভাবে।
বিশ্লেষকরা বলছেন, সালামির মতো একজন শীর্ষ জেনারেলের মৃত্যু ইরানের প্রতিক্রিয়া অনেক বেশি আক্রমণাত্মক করে তুলতে পারে। এর ফলে ইসরাইল ও ইরানের মধ্যে পূর্ণমাত্রার সংঘাত শুরুর আশঙ্কা আরও জোরালো হয়েছে। ইতিমধ্যে ইসরাইল নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায়।
কে এই হোসেন সালামি?
ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ইরানের রেভুল্যুশনারি গার্ডের প্রধান হোসেন সালামি। তিনি ইরাক-ইরান যুদ্ধ চলাকালীন ১৯৮০ সালে রেভ্যুলুশনারি গার্ডে যোগদান করেন। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিরুদ্ধে তীব্র বাগ্মীতার জন্য পরিচিত হয়ে ওঠেন তিনি। ইরানের সামরিক ও পারমাণবিক কর্মসূচীর সঙ্গে সম্পৃক্ততার জন্য তার ওপর নিষেধাজ্ঞা দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে ইরান যখন ইসরাইলের ওপর সরাসরি সামরিক হামলা চালায় তখন রেভ্যুলুশনারি গার্ডের প্রধান ছিলেন হোসেন সালামি। সম্প্রতি ইরান ও ইসরাইলে মধ্যে বেশ উত্তেজনা দেখা যায়। উভয়ই উত্তপ্ত বাক্য বিনিময় ও একে অপরকে হুমকি দিতে থাকে। বৃহস্পতিবার সালামি বলেন, যেকোনো পরিস্থিতির জন্য ইরান প্রস্তুত। তিনি আরও বলেন, ইসরাইলের ধারণা তারা নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে যেভাবে লড়াই করে আমাদের সঙ্গেও একইভাবে লড়াই করতে পারবে। তবে তা সম্ভব নয়। আমরা যুদ্ধে অভিজ্ঞ।
সূত্র: বিবিসি
সূত্র: বিবিসি
![]() |
| ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ইরানের রেভুল্যুশনারি গার্ডের প্রধান হোসেন সালামি |

No comments