রাশিয়ার পরবর্তী নেতৃত্ব নিয়ে উদ্বিগ্ন পুতিন

সবসময় পরবর্তী নেতৃত্ব নিয়ে চিন্তা-ভাবনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার তাকে নিয়ে করা একটি ডকুমেন্টারিতে এ কথা জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, রাশিয়ার সাবেক নেতা জোসেফ স্ট্যালিনের পর সবচেয়ে বেশি সময় ধরে মস্কোর মসনদে রয়েছেন পুতিন। তিনি বলেছেন, তিনি সর্বদাই পরবর্তী নেতৃত্ব নিয়ে চিন্তাভাবনা করেন। ভবিষ্যত উত্তরাধিকারদের মধ্যে এ বিষয়ে প্রতিযোগিতা থাকতে হবে বলেও উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেজিবি’র একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি। সেখানে তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে ছিলেন। ১৯৯৯ সালের শেষের দিকে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হন। মাঝে ২০০৮ সালে তাকে প্রধানমন্ত্রী করা হয়। এরপর ২০১২ সাল থেকে এখন পর্যন্ত টানা রাশিয়ার প্রেসিডেন্ট পদে রয়েছেন বিশ্ব রাজনীতির প্রভাবশালী এই নেতা।

বর্তমানে পুতিনের বয়স ৭২ বছর। রাশিয়ার পরবর্তী নেতৃত্ব নিয়ে তিনি কি ভাবছেন এমন প্রশ্নের জবাবে পুতিন বলেছেন, আমি প্রতিনিয়ত এ নিয়ে চিন্তা করি। প্রেসিডেন্ট হিসেবে ২৫ বছর পূর্ণ হচ্ছে তার। এ উপলক্ষে ‘রাশিয়া, ক্রেমলিন, পুতিন, ২৫ বছর’ শিরোনামে এক ডকুমেন্টারিতে কথা বলেছেন তিনি। বলেছেন, শেষমেশ এই বিষয়টি জনগণের, রুশ জনগণের। এক্ষেত্রে বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বী থাকা উচিত। জনগণের যেন পছন্দ করার সুযোগ থাকে। তবে তার উত্তরাধিকার কে হবেন এ নিয়ে কিছুই বলেননি তিনি। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট যদি তার দায়িত্বপালনে অক্ষম হন, তাহলে তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের স্থলাভিষিক্ত হবেন প্রধানমন্ত্রী।

mzamin

No comments

Powered by Blogger.