যুক্তরাষ্ট্রের চোখে ইরানের চোখ
উইটকফ মঙ্গলবার অফিসিয়াল এক্সে বলেন, যে যেকোনো পারমাণবিক চুক্তির অংশ হিসেবে ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ‘বন্ধ এবং নির্মূল’ করতে হবে। ইরানের সাথে একটি চুক্তি কেবল তখনই সম্পন্ন হবে যদি এটি ট্রাম্পের চুক্তি হয়। তিনি আরও বলেন, যেকোনো চূড়ান্ত ব্যবস্থা মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একটি কাঠামো তৈরি করতে হবে। এর অর্থ ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ এবং নির্মূল করতে হবে। সোমবার ফক্স নিউজের সাথে কথা বলার সময় উইটকফ বলেন, ইরানের শতকরা ৩.৬৭ ভাগের বেশি (ইউরেনিয়াম) সমৃদ্ধ করার দরকার নেই। কিছু পরিস্থিতিতে তা শতকরা ৬০ ভাগ, আবার কিছু পরিস্থিতিতে শতকরা ২০- তা হতে পারে না। আপনার এমন একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালানোর দরকার নেই। যেখানে আপনি শতকরা ৩.৬৭ ভাগের বেশি (ইউরেনিয়াম) সমৃদ্ধ করছেন। মঙ্গলবার তার বিবৃতিতে যেকোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে প্রত্যাখ্যান করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ওদিকে অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প পারমাণবিক বিষয়ে আলোচনার জন্য হোয়াইট হাউসে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের ডেকেছিলেন মঙ্গলবার। কিন্তু পরবর্তী দফার আলোচনার আগে প্রশাসনের পক্ষ থেকে বেরিয়ে আসা ‘পরস্পরবিরোধী এবং বিরোধপূর্ণ অবস্থান’-এর নিন্দা করেছেন আরাঘচি। তিনি বলেন, আলোচনার সময় আমরা আমেরিকানদের প্রকৃত মতামত খুঁজে বের করব। ইরানের শীর্ষ এ কূটনীতিক বলেছেন, তিনি একটি সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনা শুরুর আশা করছেন। তবে জোর দিয়ে বলেছেন- এর জন্য যুক্তরাষ্ট্রের গঠনমূলক অবস্থান প্রয়োজন। তিনি বলেন, যদি আমরা পরস্পরবিরোধী অবস্থানে থাকি, তাহলে আমাদের সমস্যা হবে। মঙ্গলবার খামেনি সতর্ক করে দিয়েছেন যে- প্রাথমিক পর্যায়ে আলোচনা ভালোভাবে এগিয়ে গেলেও, তা এখনও নিষ্ফল প্রমাণিত হতে পারে।

No comments