গোপন তথ্য ফাঁস, শিন বেতের কর্মকর্তা আটক, তদন্ত, ইসরাইলে তোলপাড়
লিকুড এমকে দলের ট্যালি গটলিভ এবং আভিহাই বোরন আংশিক বিবরণ টুইট করেন। ফলে মামলার তত্ত্বাবধানকারী বিচারক তদন্তের উপর থেকে নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করেন। এই তদন্ত শিন বেত অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা এবং বিচার মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ পুলিশ তদন্ত বিভাগ (ডিআইপিআই) দিয়ে পরিচালিত হচ্ছে। আদালত গ্রেপ্তারকৃত শিন বেত কর্মকর্তার নাম প্রকাশের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। তবে ওই ব্যক্তিকে কেবল হিব্রু অক্ষর ‘আলেফ’ দ্বারা শনাক্ত করা হয়েছে। কিন্তু ফাঁস হওয়া তথ্যের অভিযুক্ত প্রাপকদের শনাক্ত করার উপর প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং তাদের নামকরণ করা হয়েছে প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি, চ্যানেল ১২-এর সাংবাদিক অমিত সেগাল এবং ইসরায়েল হায়োমের প্রতিবেদক শিরিত আভিতান কোহেন। পুলিশ বাহিনীতে ক্রমবর্ধমান ‘কাহানিবাদ’ সম্পর্কিত তদন্তের তিনটি তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে শিন বেত কর্মকর্তার বিরুদ্ধে। এ বিষয়টি অতি-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের আওতাধীন। আলেফের আইনজীবীদের মতে, ফাঁস হওয়া তথ্য শিন বেতের ৭ অক্টোবরের তদন্তের সাথেও সম্পর্কিত- যা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। কাহানিজম হলো চরম-ডানপন্থি নেতা রাব্বি মীর কাহানে অনুপ্রাণিত মতাদর্শ। রাব্বি মীর কাহানে নেসেটের সাবেক সদস্য ছিলেন। ১৯৯০ সালে নিউইয়র্কে এক আততায়ীর হাতে মৃত্যুর আগে নিষিদ্ধ অতি-জাতীয়তাবাদী গোষ্ঠী কাচের নেতৃত্ব দিয়েছিলেন।
বেন গভিরের অতি-ডানপন্থী ওজমা ইয়েহুদিত দলকে কাহানে প্রতিষ্ঠিত নিষিদ্ধ বর্ণবাদী কাচ দলের উত্তরসূরি হিসেবে দেখা হয়, যদিও বেন গভির দাবি করেছেন, তিনি তার মতামত সংযত করেছেন। ক্ষুব্ধ জোট সদস্যরা বলেছেন, তদন্ত আরও প্রমাণ করে যে শিন বেত প্রধান রোনেন বারের পদে থাকা উচিত নয়। কিছু মন্ত্রী দাবি করেছেন, এটি বার এবং বাহারভ-মিয়ারা সহ- সরকারকে উৎখাতের জন্য ডিপ স্টেট ষড়যন্ত্রের প্রমাণ। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা গত মাসে বারকে বরখাস্ত করার পক্ষে ভোট দেয় এবং বাহারভ-মিয়ারাকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করে। হাইকোর্ট বারের বরখাস্ত সাময়িকভাবে স্থগিত করে।
এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লিকুদ পার্টি বলেছে, রোনেন বার এবং বাহারভ-মিয়ারার অধীনে শিন বেত ‘সাংবাদিকদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে, হুমকি দিয়ে একজন পুলিশ অফিসারকে ব্ল্যাকমেইল করে এবং জোটের মন্ত্রী এবং নেসেট সদস্যদের বিরুদ্ধে নিরর্থক রাজনৈতিক তদন্ত শুরু করে। সবকিছুই করার উদ্দেশ্য হলো রোনেন বারের বরখাস্ত রোধ করা। প্রধানমন্ত্রীর দল অভিযোগ করেছে যে, রোনেন বার এবং বাহারভ-মিয়ারা নিরাপত্তা বাহিনীর কিছু অংশকে ডিপ স্টেট মিলিশিয়ায় পরিণত করেছেÑ যা আইনের শাসন এবং গণতন্ত্রের ভিত্তিকে ক্ষুন্ন করে। লিকুদ পার্টি বলেছে, রাজনৈতিক তদন্ত অবিলম্বে শেষ করা উচিত। বারকে তার পদ ছেড়ে দেয়া উচিত। বলা হয়েছে, শিন বেতে যেসব সদস্য কাজ করেন তাদের প্রয়োজন আলাদা একজন শীর্ষ কর্মকর্তা। যদিও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করা হয়নি, নেতানিয়াহু তার ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে লিকুদ পার্টির বিবৃতি শেয়ার করেছেন।
শিন বেট প্রধান রোনেন বারের পদত্যাগের পরিকল্পনা: টাইমস অব ইসরাইলের রিপোর্ট
ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার কয়েক সপ্তাহের মধ্যে পদত্যাগ করছেন। এ পরিকল্পনার কথা জানিয়ে রিপোর্ট দিয়েছে ইসরাইলের চ্যানেল ১২। তাদেরকে উদ্ধৃত করে অনলাইন টাইমস অব ইসরাইল বলছে, গত সপ্তাহে হাইকোর্ট অব জাস্টিস একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করার পর এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বারকে অবশ্যই পদে বহাল থাকতে হবে। গত মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে বরখাস্ত করার চেষ্টা করেন। এ বিষয়ে আইনি বিরোধের একটি সমঝোতায় পৌঁছানোর জন্য সরকার এবং অ্যাটর্নি জেনারেলকে ২০ এপ্রিল পর্যন্ত সময় দেয়া হয়েছে। তবে, চ্যানেল ১২ জানিয়েছে- বার পদত্যাগ করতে চান। তিনি বিশ্বাস করেন যে, চলমান লড়াই শিন বেটের জন্য বিরাট ক্ষতি করছে। প্রতিবেদনে বলা হয়েছে, বার আগামী সপ্তাহে আদালতে একটি সংক্ষিপ্ত বক্তব্য জমা দেবেন। আশা করা হচ্ছে যে, তিনি চিঠিতে তার উদ্দেশ্য এবং পদত্যাগের তারিখ বিস্তারিতভাবে উল্লেখ করবেন। নেতানিয়াহু মার্চ মাসে বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন এই বলে যে, তিনি তার উপর আস্থা হারিয়ে ফেলেছেন। এই পদক্ষেপটি ইসরাইলি ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড গড়েছে। তা হলো সরকার দেশীয় নিরাপত্তা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছে। তবে, এই পদক্ষেপের বিরোধীরা অভিযোগ করছেন, বারকে পদ থেকে অপসারণে নেতানিয়াহুর স্পষ্ট স্বার্থের দ্বন্দ্ব আছে। কারণ শিন বেট প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চালিযে যাচ্ছে। সমালোচকরা আরও বিস্তৃতভাবে নেতানিয়াহুকে ৭ অক্টোবর, ২০২৩ সালে ইসরাইলের উপর হামাসের হামলার জন্য বারকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করার অভিযোগ করেন, অথচ নিজেই দায় এড়িয়ে যান। শিন বেট প্রধান বার বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যে পদত্যাগ করার পরিকল্পনা করছেন তিনি।

No comments