মুসলিম নারীর বাগানে নির্মিত চার্চ ভাঙার নির্দেশ ইউরোপীয় আদালতের

বসনিয়া-হার্জেগোভিনায় এক মুসলিম নারীর বাগান দখল করে বানানো চার্চকে অবৈধ স্থাপনা হিসেবে ঘোষণা করেছে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস। আগামী ৯০ কার্যদিবসের মধ্যে ওই চার্চটিকে ভেঙে ফেলতে বসনিয়া-হার্জেগোভিনা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ওই আদালত। একইসঙ্গে ওই মুসলিম নারীকে পাঁচ হাজার ইউরো ক্ষতিপূরণ দেয়ার কথাও বলা হয়েছে ওই রায়ে। ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা যুদ্ধে দেশ ছেড়ে পালিয়ে যান ফাতা অরলোভিচ। ১৯৯৯ সালে পরিবারের ১৩ সদস্যসহ নিজের বাড়িতে ফিরে দেখতে পান এক সার্বিয়ান তার বাগানে একটি চার্চ নির্মাণ করেছে। এরপরই ৭৭ বছর বয়সী অরলোভিচ ওই স্থাপনার বিরুদ্ধে মামলা করেন। তিনি বলেন, আমি কোনো চার্চের বিরুদ্ধে নই। কিন্তু যারা এটি নির্মাণ করেছে তাদের উচিত ছিল নিজেদের জমিতে নির্মাণ করা।
তিনি মনে করেন, তার এই জয় এই বার্তা দেয় যে- নিজের সমপত্তির জন্য সবার লড়াই করা উচিত। উল্লেখ্য, পরিবারটি ২০০০ সাল থেকে আদালতে মামলা লড়ে যাচ্ছিল।

No comments

Powered by Blogger.