কুমারের শিল্প by হাসান মাহমুদ

মাটির হাঁড়িকুড়িতে শিল্প ফুটিয়ে তোলা কুমারেরা আজ প্রায় হারিয়ে যেতে বসেছেন। পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের পালপাড়ায় এমন অনেক কুমারের বাস ছিল। মাটির তৈজসপত্রের চাহিদা কমে যাওয়ায় অনেকে এখন পেশা বদলেছেন। এরপরও এই শিল্পে টিকে আছেন কেউ কেউ। পাবনার সুজানগরের পালপাড়া তাঁদের দেখা মেলে।
মাটি দিয়ে তৈরি করা হচ্ছে বিশাল হাঁড়ি
হাঁড়িতে চলছে কারুকাজ
রোদে শুকানোর পর আগুনে পোড়াতে নেওয়া হচ্ছে
আগুনে পোড়ানোর জন্য প্রস্তুত কাঁচা মাটির হাঁড়ি
প্রস্তুত মাটির হাঁড়ি
বিক্রয়ের জন্য নৌপথে নেওয়ার প্রস্তুতি

No comments

Powered by Blogger.