আল-আকসায় ঈদের মুসল্লিদের ওপর ইহুদিবাদীদের হামলা

ফিলিস্তিনের অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরের পব্ত্রি আল-আকসা মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলের পুলিশ।
মুসল্লিদের ওপর ইসরাইলি পুলিশের হামলা
আজ রোববার সকালে ঈদের জামাত শেষ করা মুসল্লিদের ওপর আকস্মিকভাবেই স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুঁড়ে হামলা শুরু করে ইহুদিবাদীরা। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, তারা বেশ কয়েকজন আহত ব্যক্তির চিকিৎসা দিচ্ছে। এছাড়া, বেশ কয়েকজন মুসল্লিকে আটক করেছে ইসরাইলি পুলিশ। তবে কেন এই হামলা চালানো হয়েছে তা স্পষ্ট নয়।
ইসরাইলি সেনা ও পুলিশ এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা মাঝেমধ্যেই আল-আকসা মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর হামলা চালায়। ১৯৬৭ সালে ইসরাইল বায়তুল মুকাদ্দাস দখল করে নেয়ার পর জর্দান ও ইসরাইলের মধ্যে সই হওয়া চুক্তি অনুসারে মুসলমানদের উৎসবের সময় ইহুদিরা আল-আকসা মসজিদে প্রবেশ করতে পারে না। কিন্তু ইসরাইল প্রায় সময়ই এ চুক্তি লঙ্ঘন করে। জর্দান সরকার মুসলমানদের পক্ষে পবিত্র আল-আকসা মসজিদের দেখাশুনার দায়িত্ব পালন করে থাকে।
মুসল্লিদের ওপর ইহুদিবাদী ইসরাইলি পুলিশের হামলা

No comments

Powered by Blogger.