চালক ঘুমন্ত, দিল্লিতে বাস খাদে পড়ে নিহত ২৯

ঘুমন্ত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন বাসের। অমনি তা যমুনা এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে ৫০ ফুট নিচে একটি বিশাল ড্রেনে পড়ল। সঙ্গে সঙ্গে এতে নিহত হলেন ২৯ জন। আহত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। দিল্লির কাছে এ ঘটনা ঘটেছে আজ সকালে। ১৬৫ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের আগ্রার সঙ্গে নয়ডাকে সংযুক্ত করেছে। এই ৬ লেনের এক্সপ্রেসওয়েতে ওই বাসটি ৪৬ জন যাত্রীকে নিয়ে লক্ষ্ণৌ থেকে দিল্লি যাচ্ছিল। উত্তর প্রদেশ পুলিশ টুইটে বলেছে, লক্ষ্ণৌ থেকে দিল্লি আসার পথে একটি স্লিপার কোচ প্যাসেঞ্জার বাস যমুনা
এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছে।
রিপোর্টে বলা হয়েছে, বাসটি আগ্রার কাছে নিয়ন্ত্রণ হারানের ঠিক পূর্ব মুহূর্তে চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। এ সময় বাসটি ৫০ ফুট গভীর ড্রেনে পড়ে দুমড়ে মুচড়ে যায়। একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা সেই বাসের ভিতর থেকে মৃতদেহগুলো টেনে বের করছেন।
জেলা ম্যাজিস্ট্রেট বলেছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। পাশাপাশি তিনি আহত ও নিহতদের পরিবারকে সব রকম সহযোগিতা দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে উত্তর প্রদেশ রোডওয়েস। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজনৈতিক নেতারা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটে বলেছেন, ‘বিজেপির সাধারণ সম্পাদক পঙ্কজ সিং ঘটনাস্থলে গিয়েছেন। নিহতদের প্রতি আমার শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ কেন্দ্রীয় মন্ত্রী পিযুষ গয়াল বলেছেন উত্তর প্রদেশের এ দুর্ঘটনার কথা জেনে বেদনাহত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট টুইটে বলেছেন, যমুনা এক্সপ্রেসওয়েতে ট্রাজিক দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে বেদনাহত। ওই দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।

No comments

Powered by Blogger.