বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেলো রাজস্থানের জয়পুর

ভারতের রাজস্থানের পর্যটন নগরী জয়পুর শহরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। গত ৬ জুলাই  শনিবার ইউনেস্কো টুইটারে এই স্বীকৃতির কথা জানিয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
‘পিংক সিটি’ হিসেবে পরিচত জয়পুর শহর পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। শহরটির কয়েকটি পর্যটক প্রিয় স্থান হলো আম্বার প্যালেস, জন্তর মন্তর, সিটি প্যালেস ও হাওয়া মহল। শহরটি সংস্কৃতি, ইতিহাস ও মার্বেলের স্থাপত্যের কারণে বেশ বিখ্যাত।
ইউনেস্কোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি লিখেছেন, জয়পুর সংস্কৃতি ও বীরত্বের শহর। মার্জিত ও নিরলস আতিথেয়তার কারণে সারাবিশ্বের মানুষ এখানে আসে। ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় গর্বিত।
ইরাকের প্রাচীন শহর ব্যাবিলনকেও বিশ্ব ঐতিহ্যে স্থান দিয়েছে ইউনেস্কো।

No comments

Powered by Blogger.