ফিলিস্তিন নিয়ে আমেরিকার মানচিত্র তৈরি অলীক কল্পনা: হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’র আওতায় ফিলিস্তিনের মানচিত্র তৈরি করবে বলে ইহুদিবাদী ইসরাইল যে কথা বলছে তা নিতান্তই অলীক কল্পনা।
হামাসের পলিট ব্যুরোর সদস্য হুসাম বাদরান বলেন, “কথিত শতাব্দির সেরা চুক্তির আওতায় আমেরিকা মানচিত্র তৈরি করবে কিনা সেটা কোনো বিষয় নয়; এটা নিতান্তই দখলদার ইসরাইলের অলীক কল্পনা। তিনি বলেন, “ঐতিহাসিক ফিলিস্তিনের মানচিত্র রয়েছে আমাদের হৃদয়ে এবং পরবর্তী প্রজন্ম তার উত্তরাধিকার সংরক্ষণ করবে।”
হুসাম বাদরান জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমিতে ফেরার অধিকার রাখে এবং ১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত যত ফিলিস্তিনি ঘর-বাড়ি ছাড়া হয়েছে তারা সবাই নিজেদের ভূমি রক্ষা করবে।
ট্রাম্প প্রশাসন কথিত যে নতুন চুক্তি তৈরি করতে যাচ্ছে তাতে জর্দান দশ লাখ ফিলিস্তিনি শরণার্থী নেবে; বিনিময়ে তারা আমেরিকা থেকে সাড়ে চার হাজার কোটি ডলার অর্থ পাবে। গাজার লোকজনকেও জর্দানের সঙ্গে একীভূত করে দেয়া হবে।

No comments

Powered by Blogger.