নি:সন্দেহে প্রেসিডেন্ট ট্রাম্প একজন 'বর্ণবাদী': মার্কিন কংগ্রেসওম্যান

মার্কিন সর্বকনিষ্ঠ কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো কর্তেজ বলেছেন, নি:সন্দেহে প্রেসিডেন্ট ট্রাম্প একজন 'বর্ণবাদী'। মার্কিন সিবিএস টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে ডেমোক্র্যাট দলীয় ওই কংগ্রেস সদস্য গতকাল এ কথা বলেন। তিনি বলেন কংগ্রেসের সঙ্গে ট্রাম্পের মতপার্থক্য ফেডারেল সরকারের কর্মীদের বেতন পরিশোধ না হবার কারণ। একইসঙ্গে ওই মতপার্থক্য সরকারে অচলাবস্থা সৃষ্টিরও কারণ হয়ে দাঁড়িয়েছে। সীমান্ত প্রাচীর নির্মাণের প্রস্তাব দিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেকে 'বর্ণবাদী' হিসেবে আত্মপরিচয় তুলে ধরেছেন বলেও মন্তব্য করেন ২৯ বছর বয়সী কর্তেজ।
এদিকে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন অপর মুসলিম কংগ্রেসওম্যানও সম্প্রতি ট্রাম্প সম্পর্কে কড়া মন্তব্য করেছেন। রাশিদা তালিব নামের ডেমোক্র্যাট দলীয় ওই কংগ্রেস সদস্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম কংগ্রেসওম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি তার অফিসের প্রথম দিনেই দেয়ালের বিশাল মানচিত্রে ইসরাইলের নাম 'ফিলিস্তিন' লেখা কাগজ দিয়ে ঢেকে দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার দাবিও তুলেছেন রাশিদা তালিব।

No comments

Powered by Blogger.