দু’দিন বাদে বিজেপি শূন্য হয়ে যাবে, ভারত থেকে বিদায় হবে: মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দিল্লির চোখরাঙানি দেখাবে না, দিল্লিতে দু'দিন বাদে বিজেপি শূন্য হয়ে যাবে, ভারত থেকে বিজেপি বিদায় হবে।’ তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ায়ড়িতে এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
মমতা বলেন, ‘আমরা সিপিএমকে বিদায় দিয়েছি, বিজেপিকেও আগামীদিনে বিদায় দেবো। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার।’
বিজেপি’র তৎপরতা প্রসঙ্গে সবাইকে সতর্ক করে দিয়ে মমতা বলেন, ‘ওঁরা কতটা বিপজ্জনক তা আপনারা জানেন না। ওঁরা আপনাদের ভিটেমাটি বিক্রি করে দেবে। মাথায় রাখবেন। ওঁরা কোনও কাজ করবে না। ওঁরা হনুমানের সঙ্গে দলিতদের তুলনা করছে! ঐতিহাসিক স্থানগুলোর নাম পরিবর্তন করে দিচ্ছে।’
ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থায় বিজেপি নেতৃত্বাধীন সরকারের হস্তক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, আরবিআই থেকে সিবিআইতে বিজেপি পার্টির সাইনবোর্ড লাগিয়ে দেয়া হচ্ছে! বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের ঐতিহ্য নষ্ট করে দেয়া হচ্ছে, যা আগে কখনও হয়নি। আজকে দলিতদের অপমান করার জন্য বলা হচ্ছে হনুমানরা দলিত! এতে দলিতদের অসম্মান করা হচ্ছে। এরা পাড়ায় পাড়ায় হিন্দু-মুসলিমের মধ্যে বিভাজনের কথা বলবে।’
মমতা কেন্দ্রীয় বিজেপি নেতাদের নাম উল্লেখ না করে বলেন, ‘আমাদের নজর ভালো করে আছে। কখনও কখনও দিল্লির কোনও নেতা আসে বসন্তের কোকিলের মতো এবং গালাগালি দিয়ে চলে যায়। ওঁরা আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। আগুন লাগিয়ে দিলে আগুনটা আমাদের নেভাতে হয়।’
তিনি বিজেপিকে রাবণের সঙ্গে তুলনা করে বলেন, রাজনীতির মধ্য দিয়েই ‘রাবণ বধ’ করতে হবে। সেজন্য আগামীদিনে আমরা তৈরি আছি। ওঁরা দলিতদের হনুমান বলছে! কবে হয়তো অন্য কোনও জাতিকে বলে দেবে ইঁদুর, কাউকে বেড়াল অথবা কুকুর বলবে। বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ভুলিয়ে দিয়েছে ওঁরা। এখন আবার মানুষের নামের সঙ্গে পশুপাখির নাম যুক্ত করে দিচ্ছে!’
‘ওঁরা ঝাড়খণ্ড সামলাতে পারে না কিন্তু ঝাড়খণ্ড থেকে এখানে এসে আগুন জ্বালানোর চেষ্টা করে, ওঁদের কথায় কেউ পা দেবেন না বলেও মমতা সবাইকে সতর্ক করে দেন।

No comments

Powered by Blogger.