মুসলিম জনসংখ্যা বৃদ্ধি সার্বভৌমত্বের জন্য হুমকি- অরুণ জেটলি

ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যাকে সার্বভৌমত্বের জন্য হুমকি বল অভিহিত করেছেন ভারতের করপোরেট অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী অরুণ জেটলি। আরো বলেছেন, আসামে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩.৯ গুন। এর ফলে তারা আসামকে বাংলাদেশের সঙ্গে একীভূত করার দাবি তুলতে পারেন। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। এতে বলা হয়, আসামে বহুল বিতর্কিত নাগরিকত্ব বিষয়ক এনআরসি ইস্যুতে এর পক্ষে বুধবার কথা বলেছেন অরুণ জেটলি। তিনি বলেছেন, আসাম রাজ্যে হিন্দু জনসংখ্যার চেয়ে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি অনেক বেশি। অরুণ জেটলি ভারত সরকারের সবচেয়ে সিনিয়র মন্ত্রীদের মধ্যে অন্যতম। তিনি একটি ব্লগে লিখেছেন, ১৯৬১ থেকে ২০১১ সাল পর্যন্ত ৫০ বছরে আসামে সংখ্যাগুরু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ২.৪ গুন। অন্যদিকে সংখ্যালঘুদের (মুসলিম) সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩.৯ গুন। এর ফলে জনসংখ্যাতত্ত্বে বড় ধরনের একটি প্রভাব পড়েছে। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন। বলেন, নাগরিকত্ব নির্ধারণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অভিবাসীদের দ্বারা জনসংখ্যা তত্ত্ব যে পরিবর্তন ঘটছে তার থেকে দূরে নেই তিনিও।

No comments

Powered by Blogger.