গাজা সীমান্তে ইসরাইলি স্নাইপারদের তাণ্ডব; ৫২ ফিলিস্তিনির শাহাদাত

ইসরাইলি সেনাদের গুলিতে আহত এক ফিলিস্তিনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে
গাজা সীমান্তে ইসরাইল বিরোধী বিক্ষোভকারীদের ওপর ইহুদিবাদী সেনাদের নির্বিচার গুলিবর্ষণে ৫২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
ভূমি দিবস উপলক্ষে গত ছয় সপ্তাহ ধরে গাজায় ইসরাইল বিরোধী যে বিক্ষোভ চলছে তারই ধারাবাহিকতায় আজ বাইতুল মোকাদ্দাসে মার্কিন দূতাবাস খোলার দিনে এ ভয়াবহ হামলা চালানো হলো।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ৫২ ফিলিস্তিনি শহীদ হওয়া ছাড়াও অপর ২,৪০০ জন আহত হয়েছেন। গাজা সীমান্ত জুড়ে অবস্থান নেয়া দখলদার ইসরাইলি স্নাইপাররা এই নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। ইসরাইল বিরোধী বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি
নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার লক্ষ্যে গত ৩০ মার্চ থেকে ভূমি দিবস পালন করছেন ফিলিস্তিনিরা। তখন থেকে আজকের আগ পর্যন্ত ইসরাইলি সেনারা গুলি করে ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনিদের লক্ষ্য করে বৃষ্টির মতো কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ইসরাইলি সেনাবাহিনী
আন্তর্জাতিক অঙ্গনে এ হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা হলেও ইসরাইলের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন সরকার ফিলিস্তিনিদের ওপর চালানো এ বর্বরোচিত গণহত্যাকে সমর্থন করেছে।
কুদস দখলদার ইসরাইলি সেনারা গাজা সীমান্তকে সামরিক এলাকা হিসেবে ঘোষণা করেছে। আজ আরো পরে অধিকৃত বায়তুল মোকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস খোলার কথা রয়েছে।

No comments

Powered by Blogger.