গাজা উত্তাল: ইসরাইলি বাহিনীর হামলায় শহীদ ১৩ , আহত ১০০০

ফিলিস্তিনের গাজায় ভূমি দিবসের বিক্ষোভে ইসরাইলি হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, এ পর্যন্ত অন্তত ১৩ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন অন্তত এক হাজারের বেশি ফিলিস্তিনি।
দখলদার সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে করে নির্বিচারে বন্দুকের গুলি, কামানের গোলা ও টিয়ার শেল নিক্ষেপ করেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজায় ১৬ বছর বয়সী আহমাদ ওদে, পূর্ব জাবালিয়ায় ২৫ বছর বয়সী মোহাম্মাদ কামাল নাজ্জার, রাফায় আমিন মোহাম্মাদ মুয়াম্মার ও ১৯ বছর বয়সী মোহাম্মাদ আবু ওমর, পূর্ব গাজায় মাহমুদ সাদি রাহমি ও জিহাদ ফারিনাহ শাহাদাৎবরণ করেছেন।
এর আগে আজ সকালে খান ইউনুসে কামানের গোলার সাহায্যে ৩১ বছর বসয়ী কৃষক ওমর সামুরকে হত্যা করে বর্ণবাদী ইসরাইলি বাহিনী। প্রতি বছর ৩০ মার্চ ফিলিস্তিনিরা নিজ ভূমিতে ফেরার দাবিতে ভূমি দিবস পালন করে থাকে। ১৯৭৬ সালের এ দিনে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের ২১ হাজার বর্গকিলোমিটার ভূমি নতুন করে দখলের সিদ্ধান্ত ঘোষণা করে। এরপরই ফিলিস্তিনিরা ওই দিনটিকে ভূমি দিবস হিসেবে নামকরণ করে।

No comments

Powered by Blogger.