সৌদি-ইসরাইল রেললাইন নির্মাণের পরিকল্পনা

সৌদি আরব কর্তৃক ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও দুই দেশের মধ্যে রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা করছে ইসরাইল। ইসরাইল সরকার ইতিমধ্যে এ বিষয়ে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিয়েথ আহরেনথের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মিডলইস্ট মনিটর। তবে সম্প্রতি এ পরিকল্পনার কথা প্রকাশ হলেও প্রায় তিন বছর আগে এটি চূড়ান্ত করে ইসরাইল।
দেশটির ২০১৯ সালের বার্ষিক বাজেটে এ জন্য অর্থ বরাদ্দ করা হবে। রেল যোগাযোগ স্থাপনের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার। ইসরাইলের পরিকল্পনায় এ রেললাইন দেশটির বিশান শহর থেকে জর্ডান ও ইরাকের মধ্য দিয়ে সৌদি আরবে পৌঁছবে। পরিকল্পনা অনুযায়ী এ রেললাইন নির্মাণ করা হলে আপাতত যাত্রী ও পণ্যবহন করা হবে। খবর বলা হয়েছে, ইসরাইলের যোগাযোগমন্ত্রী ইসরাইল কাটজ এ রেল সংযোগকে 'পিস লাইন' বা শান্তির সংযোগ বলে উল্লেখ করেছেন। এ সময় তিনি নতুন রেললাইনের মাধ্যমে উপসাগরীয় দেশের সঙ্গে বাণিজ্য সংযোগ স্থাপন হবে বলে মন্তব্য করেন। রেললাইন স্থাপনের জন্য ইসরাইলে রেল বিভাগ একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে বলেও তিনি জানান।

No comments

Powered by Blogger.