নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে বিক্ষোভ মিছিল

দুর্নীতির অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরাইলি। খবর রয়টার্স ও ইসরাইলি সংবাদপত্র হারেৎসের। বতর্মানে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। কিন্তু এসব বিষয়ে পুলিশ যাতে কোনো তথ্য প্রকাশ না করে, এ জন্য পার্লামেন্টে একটি আইন পাস করতে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। আর এ ঘটনার প্রতিবাদেই শনিবার রাতে তেলআবিবের হাজার ইসরাইলি রাস্তায় নেমে আসে। চলতি সপ্তাহেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে গোয়েন্দা সংস্থা। তখন থেকেই আন্দোলন দানা বাঁধতে থাকে।
তবে শনিবারের আন্দোলন সবচেয়ে বড় ছিল। চারবারের নির্বাচন জয়ী নেতানিয়াহুর বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। একটি ছিল- ধনাঢ্য ব্যবসায়ীর কাছ থেকে উপহার নেয়া এবং আরেকটি ছিল একটি সংবাদমাধ্যমের মালিককে ঘুষ দিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের চেষ্টা করা। আগামী সপ্তাহে পার্লামেন্টে ওই বিতর্কিত আইন পাস করার চেষ্টা করছেন নেতানিয়াহু। ওই আইনের মাধ্যমে নিজের দোষ ঢেকে রাখতে চান নেতানিয়াহু। তবে নেতানিয়াহু এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি রাজনৈতিক রোষানলের শিকার হয়েছেন।

No comments

Powered by Blogger.