চাকরির নিয়োগ পরীক্ষা দিতে এসে প্রাণ হারাল কিশোর

বগুড়ায় সেনাবাহিনীতে নিয়োগ পরীক্ষা দিতে এসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সাব্বির হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার রাতে শহরের সাতমাথা এলাকায় শাহনেওয়াজ শিশুপার্কের কাছে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার কুড়াইল গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও নজিপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশুতোষ মিত্র জানান, রোববার বগুড়ার মাঝিড়া সেনানিবাসে সৈনিক পদে নিয়োগ পরীক্ষা ছিল। এ পরীক্ষায় অংশ নিতে তিনি বগুড়া শহরে আসেন। শনিবার রাতে  সাব্বির শহরের সাতমাথার কাছে শাহনেওয়াজ শিশুপার্কের কাছে অটোরিকশা স্ট্যান্ডে যান। সেখানে তুচ্ছ বিষয়ে  ৮-১০ জন ছিনতাইকারী প্রথমে তার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে পিঠে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সাব্বিরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে সাব্বিরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি পুলিশের কাছে তার ওপর হামলার বর্ণনা দেন। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। রোববার সকালে  সাব্বিরের লাশ উদ্ধার করে একই হাসপাতালের মর্গে রাখা হয়। সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান, তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার জের ধরে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করেছে। এ ব্যাপারে নিহতের বাবা মোজাম্মেল হক রোববার সকালে সদর থানায় অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

No comments

Powered by Blogger.