চট্টগ্রাম আবাহনীর একটাই লক্ষ্য...

প্রথম ম্যাচ ড্র করে দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ায় শেখ জামাল। বারিধারাকে ৫-৩ গোলে উড়িয়ে দেয় গত দু’বারের চ্যাম্পিয়নরা। আজ নিজেদের তৃতীয় ম্যাচেও রহমতগঞ্জকে উড়িয়ে দিতে চায় শিরোপাধারীরা। রহমতগঞ্জের মতো বারিধারার বিপক্ষেও বড় জয় পাওয়া না গেলে শিরোপার পথে প্রতিবন্ধকতা আসতে পারে- এমনটাই মনে করেন শেখ জামাল কোচ। অন্যদিকে রহমতগঞ্জও কম যায় না, তারা শেখ রাসেলকে হারিয়েছে। এবার শেখ জামালকেও হারাতে চায় তারা। ক্লাবের সেক্রেটারি ইমতিয়াজ সবুজ বলেন, ‘আমাদের ‘পুঁচকে’ ভাবাটা ভুল। শেখ রাসেলের বিপক্ষে জয় দিয়ে এবং ঢাকা মোহামেডানের সঙ্গে ড্র করে দেখিয়ে দিয়েছি যে আমরাও পারি। প্রতিপক্ষের সমান পয়েন্ট নিয়ে মাঠে নামব আমরা।’ আজ চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বিপিএলের তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও রহমতগঞ্জ এমএফএস। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্র লড়বে।
ফেভারিট চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক মামুনুল ইসলাম বড় জয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করবেন বলে দৃঢ়প্রতিজ্ঞ। তার মতে, ‘চেনা মাঠ, চেনা দর্শক আর খেলোয়াড়দের পারফরম্যান্স আবারও আমাদের জয় এনে দেবে।’ প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ১-১ গোলে ড্র করে। দ্বিতীয় ম্যাচে অবশ্য বড় ব্যবধানে জয় পায় বর্তমান শিরোপাধারীরা। ওই ম্যাচে ৫-৩ গোলে উত্তর বারিধারা ক্লাবকে উড়িয়ে দেয় তারা। দুই ম্যাচে এক ড্র এবং এক জয়ে শেখ জামালের পয়েন্ট চার। রহমতগঞ্জ প্রথম ম্যাচে ঢাকা মোহামেডানকে রুখে দেয় ১-১ গোলে। দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারায় তারা। প্রতিপক্ষের সমান পয়েন্ট রহমতগঞ্জের। এবারের আসরের অন্যতম ফেভারিট চট্টগ্রাম আবাহনী প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করে। দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফেরে চট্টগ্রামের দলটি। ওই ম্যাচে ঢাকা মোহামেডানকে ৪-২ গোলে উড়িয়ে দেন মামুনুলরা। তদেরও পয়েন্ট চার। শেখ রাসেল বারিধারা ও রহমগঞ্জের কাছে যথাক্রমে ১-০ ও ২-০ গোলে হেরেছে।

No comments

Powered by Blogger.