গুজরাটের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

গুজরাটের মুখ্যমন্ত্রীর আনন্দিবেন পটেল সোমবার পদত্যাগ করেছেন দলিতদের চাপে দীর্ঘদিনের মিত্রতা ভুলে আনন্দিবেনকে সরাতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ব্যাপারে স্থানীয়রা জানান, গাভীর দুধ দোয়ানোর কারণে দলিত যুবকের ওপর চড়াও হয় কয়েকজন উচ্চবংশীয় তরুণ। কারণ তারা গাভীকে ধর্মীয়ভাবে পবিত্র মনে করেন। তবে ঘটনার প্রতিবাদে দলিতরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মাঠে নামেন।
অন্যদিকে বিজেপির সংগঠনিক অবস্থাও দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বার্তায় আনন্দিবেন বলেন, ‘এ বছরের নভেম্বরে আমি ৭৫ বছরে পা দিচ্ছি। এদিকে সামনের বছরে বিধানসভার ভোট। তার আগে নতুন যিনি মুখ্যমন্ত্রী আসবেন তিনি যাতে নিজেকে গুছিয়ে নেয়ার সুযোগ পান সে জন্য আগাম অবসরে যাচ্ছি আমি।’ এনডিটিভি

No comments

Powered by Blogger.