চট্টগ্রামে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন কর মেলা শুরু

চট্টগ্রামে ৩ দিনব্যাপী ভূমি উন্নয়ন কর মেলা
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য
রাখছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন -যুগান্তর
চট্টগ্রামে বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ব্যতিক্রমধর্মী ভূমি উন্নয়ন কর (খাজনা) মেলা ২০১৬। নগরীর চান্দগাঁও সার্কেল ভূমি অফিসে শুরু হওয়া এ মেলা চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। বুধবার সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। দেশে এই প্রথম ভূমি উন্নয়ন কর তথা খাজনা প্রদানে জনসচেতনতা সৃষ্টি ও হয়রানি কমানোর লক্ষ্যে এ ধরনের মেলার আয়োজন করা হল চট্টগ্রামে
 চট্টগ্রামের মতো সারা দেশে ভূমি অফিসে এ ধরনের মেলার আয়োজন করা হলে ভূমি মালিকরা যেমন সচেতন হবেন তেমনি নিজের জমির কর-খাজনা দিয়ে মালিকানা ধরে রাখতে হয়রানিও কমবে। জেলা প্রশাসক বলেন, ভূমি অফিসকে দালাল ও হয়রানিমুক্ত করতে এ ধরনের মেলা কার্যকর ভূমিকা রাখবে। এদিকে এ মেলার উদ্যোক্তা চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. রহুল আমিন যুগান্তরকে বলেন, ‘বেশিরভাগ সময় দেখা যায়, ভূমি মালিকরা যুগ যুগ ধরে ভূমি অফিসে আসেন না। দেন না কর-খাজনা। যে কারণে নিজের জমিটি নিয়ে সৃষ্টি হয় অনেক জটিলতা। একজনের জমি অন্যজনের নামে নামজারি হয়ে যায়। এতে করে পরবর্তী সময়ে হয়রানির শিকার হতে হয় ভূমি মালিকদের। এর সুযোগ নেন অসাধু কর্মকর্তা-কর্মচারীরাও।

No comments

Powered by Blogger.