চট্টগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ শুরু রোববার

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ২৪ জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ। এ উপলক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমকালো কনসার্ট। এতে অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুসহ দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যান্ডদল। ২৪ জুলাই ফ্লাডলাইটের আলোয় মাঠে গড়াবে খেলা। প্রতিদিন দুটি করে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে এমএ আজিজ স্টেডিয়ামে। রোববার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এসব তথ্য জানান চট্টগ্রাম সিটি মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। তিনি জানান,
এবার আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতাপূর্ণ করতে ভিন্ন আঙ্গিকে প্রিমিয়ার লীগ আয়োজন করা হচ্ছে। আগামীকাল (আজ) বিকেলে হোটেল সোনারগাঁওয়ে লোগো উন্মোচন করা হবে। তিনি বলেন, ‘অনেক জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্ট চট্টগ্রামে আমরা সফলভাবে আয়োজন করেছি। স্বাভাবিকভাবে বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় ইউটিলিটি সার্ভিসদাতারা এ ব্যাপারে অভিজ্ঞ। তবে এবার ভিন্ন পরিস্থিতি। এজন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে আলাদা সভা করা হবে। আমরা আশা করছি এবারও আমরা সফল হব।’ এবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে বাংলাদেশ ফুটবল লীগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টিকিটের (একদিনে দুটি ম্যাচ) দাম ৫০ টাকা। সভায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সিটি মেয়র ছাড়াও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.