গ্যাসের মূল্য বৃদ্ধিতে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে

স্বল্প সময়ের ব্যবধানে আবারও গ্যাসের মূল্য বৃদ্ধির পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটির মতে, গ্যাসের সম্ভাব্য মূল্য বৃদ্ধি ব্যবসা-বাণিজ্যের গতিধারাকে ব্যাহত করবে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার ডিসিসিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি গ্যাস খাতের কোম্পানিগুলো গড়ে ৮৮ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে।
এর মধ্যে সর্বোচ্চ দাম বৃদ্ধির প্রস্তাব রয়েছে গৃহস্থালি কাজে ব্যবহৃত গ্যাসের ১৪০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ১৩০ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ক্যাপটিভ বিদ্যু কেন্দ্রে ব্যবহৃত গ্যাসের। শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম ৬২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এ খাতে ব্যবহৃত গ্যাসের দাম বিদ্যমান ৬ টাকা ৭৪ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৯৫ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম ২ টাকা ৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৪১ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। এ হিসাবে সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব এসেছে ৭১ শতাংশ। যার ফলে কৃষি খাতের পণ্য উৎপাদনে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ডিসিসিআই মনে করে, গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ব্যবসা-বাণিজ্যে নানামুখী নেতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে ব্যবসায় ব্যয় বৃদ্ধি পাবে এবং রফতানি বাধাগ্রস্ত হবে। মূল্যস্ফীতি ডাবল ডিজিটে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে- যা অর্থনীতির জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে। তাই দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে ডিসিসিআই গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোর দাবি জানাচ্ছে।

No comments

Powered by Blogger.