মালয়েশিয়ার ১১৮ কোটি ডলার জব্দ দুই দেশে

মালয়েশিয়ার রাষ্ট্রীয় কৌশলগত উন্নয়ন কোম্পানি ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বারহাদের (ওয়ান এমডিবি) সঙ্গে যুক্ত ১ বিলিয়ন ডলারের (৮ হাজার কোটি টাকা) বেশি মূল্যের একটি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এছাড়া সিঙ্গাপুর সরকার বৃহস্পতিবার জানায় যে, একই তহবিলের প্রায় ১৮ কোটি ডলার (১৪৪০ কোটি টাকা) জব্দ করেছে তারা। মার্কিন বিচার বিভাগ বুধবার জানায়, ওয়ান এমডিবি তহবিলের অর্থ অপব্যবহার করে কেনা ওই সম্পত্তি ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের’ অংশ। অবৈধ টাকায় কেনা ২০টি সম্পত্তির লিস্ট বুধবার ক্যালিফোর্নিয়ার আদালতে উপস্থাপিত হয়। পরে আদালত সেসব সম্পত্তি জব্দের নির্দেশ দেন। সেখানে ওয়ান এমডিবির পাশাপাশি বেভারলি হিলসের একটি বিশাল আবাসিক এলাকা ও নিউইয়র্কের টাইম ওয়ার্নার সেন্টারের একটি পেন্টহাউসের নামও রয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বৈশ্বিক দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। যারা সরকারি সম্পত্তিকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে অবৈধভাবে ব্যবহার করেন, তাদের জন্য যুক্তরাষ্ট্র কখনোই স্বর্গরাজ্য হিসেবে গণ্য হবে না।’ ওয়ান এমডিবির মালিক মালয়েশিয়ার সরকার। যুক্তরাষ্ট্রে কোনো মামলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নাম উল্লেখ করা হয়নি। তবে ওয়ান এমডিবির অর্থ কেলেংকারিতে অভিযোগের তীর তার দিকেই। এদিকে প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, ওয়ান এমডিবি তহবিলের অর্থ নিয়ে যে কোনো বৈধ তদন্তে যুক্তরাষ্ট্রকে পূর্ণ সহায়তা দেবে মালয়েশিয়া। সিঙ্গাপুর সরকার যে ১৮ কোটি ডলার জব্দ করেছে তা মালয়েশিয়ার ব্যবসায়ী ও নাজিব রাজাকের ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু লো তায়েক জোর সঙ্গে সংশ্লিষ্ট। এক যৌথ বিবৃতিতে সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক, পুলিশ ও অ্যাটর্নি জেনারেল জানায়, গত বছর তারা এই অনুসন্ধান শুরু করেন। নাজিব রাজাক তার বিরুদ্ধে আনীত অভিযোগ সব সময় অস্বীকার করেছেন। চলতি বছরের শুরুর দিকে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল তাকে সব ধরনের অভিযোগ থেকে অব্যাহতি দেন। বিবিসি, এএফপি

No comments

Powered by Blogger.