এবার কানাডায় অস্তিত্বের লড়াই

অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ ছবিটি এবার দেশের বাইরে কানাডার পেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। আরিফিন শুভ ও তিশা অভিনীত ছবিটি সেখানে হলিউডের ‘এক্স-মেন অ্যাপোক্যালিপস্’ ছবির সঙ্গে প্রতিযোগিতা করবে বলে জানা গেছে। কানাডায় বাণিজ্যিকভাবে ছবিটি মুক্তি প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘এটা দেশের চলচ্চিত্রের জন্য গৌরবের বিষয়। আমরা চাই দেশের চলচ্চিত্র বিশ্ব অঙ্গনে ছড়িয়ে পড়ুক।’
অস্তিত্ব ছবির মাধ্যমে প্রথমবারের মতো টিভি পর্দা থেকে বাণিজ্যিক ধারার ছবিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। ছবিটি কানাডায় মুক্তি পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার জন্য দারুণ একটি আনন্দের খবর। সবসময় শোনা যায় আমাদের চলচ্চিত্র বাজার অন্যরা দখল করে নিয়ে যাচ্ছে। এবার আমাদের ছবিও বিদেশের মাটিতে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে। আশা করি এ থেকে তরুণ নির্মাতারা উৎসাহ পাবেন।’

No comments

Powered by Blogger.