ম্যানইউতে সপ্তাহে দুই লাখ পাউন্ড বেতন চান ইব্রা

এক দশকেরও বেশি সময় ধরে ইউরোপে তার রাজত্ব। বলা হচ্ছে, জ­াটান ইব্রাহিমোভিচের পরবর্তী গন্তব্য ম্যানচেস্টার ইউনাইটেড। যেখানে ইন্টার মিলানের পর ফের গুরু হোসে মরিনহোর সঙ্গে জুটি হবে তার। ম্যানইউতে পর্তুগিজ কোচ প্রথম সই করাবেন ইব্রাকে, এমনটিই জানিয়েছে ইংল্যান্ডের মিডিয়া। ইব্রাও ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমাতে মুখিয়ে আছেন। তবে বছরে ১৫ মিলিয়ন ইউরো (১১.৩ মিলিয়ন পাউন্ড) পারিশ্রমিক চান তিনি। দ্য গার্ডিয়ান জানায়, ৩৪ বছর বয়সী ইব্রাহিমোভিচকে পেতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়ার কথা ভাবছেন মরিনহো। যদিও কোচ মরিনহোর সঙ্গে চুক্তির বিষয়টি বৃহস্পতিবার পর্যন্ত ঘোষণা করেনি ম্যানইউ। ইন্টার মিলানে (২০০৮-০৯) গুরু-শিষ্য ছিলেন মরিনহো-ইব্রা।
২০১৫-১৬ মৌসুম শেষে চার বছরের পিএসজি অধ্যায়ের ইতি টানেন সুইডিশ অধিনায়ক। তিনি জানিয়েছেন, তার পরবর্তী গন্তব্য চূড়ান্ত হয়ে গেছে। এরই মধ্যে ইব্রাকে দলে ভেড়াতে আমেরিকার মেজর লীগ সকার (এমএলএস) ক্লাব এলএ গ্যালাক্সির পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি ক্লাব নাকি লোভনীয় প্রস্তাব দিয়েছে। ইব্রার সঙ্গে ইংলিশ জায়ান্টদের চুক্তি হবে কিনা তা সময়ই বলে দেবে। তবে তার এজেন্ট মিনো রাইওলা নিশ্চিত করেছেন, ম্যানইউতে সপ্তাহে অন্তত দুই লাখ ২০ হাজার পাউন্ড পারিশ্রমিক চান ইব্রা। বর্তমানে ম্যানইউর সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড় হলেন ওয়েন রুনি। ইংলিশ অধিনায়কের সাপ্তাহিক বেতন তিন লাখ পাউন্ড। ধারণা করা হচ্ছে, ইব্রার ইচ্ছাপূরণ হবে। বিশেষ করে যেখানে তিনি ফ্রি ট্রান্সফারে (বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন) যোগ দেবেন। ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.