ইরানে পার্লামেন্ট নির্বাচন ২০১২ সালের মার্চে

ইরানে ২০১২ সালের মার্চ মাসে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির অভ্যন্তরীণমন্ত্রী মোস্তফা মোহাম্মদ নাজ্জার গতকাল রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, মজলিসের নির্বাচন মার্চ মাসের দুই তারিখে অনুষ্ঠিত হবে।
ইরানের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ‘দ্য গার্ডিয়ানস কাউন্সিল’ নিবন্ধিত প্রার্থীদের প্রার্থিতা খতিয়ে দেখবে। সংস্থাটি নির্বাচনের চূড়ান্ত ফলাফলও সত্যায়ন করবে।
২০০৯ সালের জুন মাসে অনুষ্ঠিত ইরানের গত নির্বাচনে কট্টরপন্থী নেতা আহমাদিনেজাদ নির্বাচিত হন। তবে বিরোধী নেতারা ভোট কারচুপির অভিযোগ তুলে গণবিক্ষোভের ডাক দিয়েছিলেন। এ বিক্ষোভে বহু মানুষ নিহত ও গ্রেপ্তার হন।
প্রসঙ্গত, বিরোধীদলীয় নেতা মির হোসেন মৌসাভি গত ফেব্রুয়ারিতে এক বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার পর তাঁকে গৃহবন্দী করা হয়।

No comments

Powered by Blogger.