মন্দির নির্মানে জমি, অর্থ দিয়েছেন মুসলিমরা

মধ্য প্রদেশে রাম মন্দির নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মুসলিমরা। এ কাজে তারা জমি দিয়েছেন। সংগ্রহ করেছেন ৫০ হাজার রুপি। অনলাইন জি নিউজ বলেছে, এর মাধ্যমে সেখানকার মুসলিমরা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছেন। মধ্য প্রদেশের মরেনা জেলার খেদাকালা গ্রাম। মুসলিমদের জন্য গ্রামটি এরই মধ্যে অনেক পত্রিকার শিরোনাম হয়েছে। কারণ, ওই গ্রামে নির্মাণ করা হবে ‘শ্রী রাম জানকি মন্দির’। তাতে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মুসলিমরা অর্থ সংগ্রহ করেছেন। নিজেরা যে যেভাবে পারেন তার জন্য সহায়তা করছেন। কেউ বা জমি দান করছেন। উল্লেখ্য, ওই গ্রামে ৮০টিরও বেশি মুসলিম পরিবার বসবাস করেন। খেদাকালা গ্রামের শান্ত কুমার সিং বলেন, সম্ভাব্য সব উপায়ে মন্দির নির্মাণে সহায়তা করছেন মুসলিম ভাইয়েরা।

No comments

Powered by Blogger.