যুবলীগকর্মীর বিয়ের হুমকি : পুলিশ প্রহরায় ছাত্রীর এসএসসি পরীক্ষা

বগুড়া সদর উপজেলায় বিয়ের ভয়ে পালিয়ে থাকা এক ছাত্রীকে নিরাপদে এসএসসি পরীক্ষার ব্যবস্থা করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটকও করা করেছে। ওই ছাত্রী গোকুল তছলিম উদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
সদর থানার ওসি আবুল বাশার বলেন, স্থানীয় যুবলীগকর্মী রাব্বী ও আকুল মিয়া ওই ছাত্রী ও তার সপ্তম শ্রেণীর ভাগ্নিকে জোরপূর্বক বিয়ে করতে চান।
অভিভাবকরা রাজি না থাকায় ৯ জানুয়ারি তারা তাদের অপহরণের চেষ্টা করেন, বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেন এবং দুটি গরু লুট করেন বলে অভিযোগ রয়েছে।
ছাত্রীর চাচা বলেন, হামলার পর ভাতিজিসহ ভাইয়ের পরিবার আত্মগোপন করলে পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে তাদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।
পরে পুলিশ নিরাপত্তা দিয়ে ভাতিজির পরীক্ষার ব্যবস্থা করেছে। তাদের বাড়িতেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে।
এ ঘটনায় চাচা আটজনের নামে মামলা করলে রবিবার রাতে রনি, সনি, জয় ও আকুলের বড় বোন আসমাকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।

No comments

Powered by Blogger.