ব্রিটেনে মুসলিম জনসংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে

ব্রিটেনে প্রথমবারের মতো মুসলিম জনসংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। রাজধানী লন্ডনের কোনো কোনো অংশে প্রায় অর্ধেক মানুষ মুসলমান। নতুন এক জরিপে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যানে বলা হয়, ইংল্যান্ড ও ওয়েলসের মুসলমানদের অর্ধেক অন্য কোনো দেশে জন্মগ্রহণ করেছেন। মুসলিমদের এককভাবে বড় অংশটির অনুর্ধ্ব ১০ বয়সী। এতে বোঝা যায়, তাদের সংখ্যা বাড়ছে।
ব্রিটেনে ৩০ লাখ মুসলমান থাকার অর্থ হলো দেশটির নাগরিকদের প্রতি ২০ জনে একজন মুসলমান। তবে এতে করে যারা বলছিল, মুসলমানদের সংখ্যা বাড়তে থাকায় মুসলিমরা অদূর ভবিষ্যতে অন্যদের ছাপিয়ে যাবে, তারা আরো সোচ্চার হবে।

No comments

Powered by Blogger.