কোনো প্রকার হুমকি এলে সঙ্গে সঙ্গে অ্যাকশন : পুতিন

কোনো হুমকি এলে ‘অত্যন্ত কড়া’ পদক্ষেপ নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। একইসঙ্গে রুশ বাহিনীকে কেউ লক্ষ্যবস্তু বানানোর চক্রান্ত করলে তা-ও কালবিলম্ব না করে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। সিরিয়ায় রুশ বাহিনীকে ঘিরে পাশ্চাত্য ষড়যন্ত্রের ইঙ্গিত করে পুতিন বলেন, আমাদের কোনো বাহিনীর জন্য হুমকি এলে অত্যন্ত কড়া পদক্ষেপ নিতে হবে। যদি কেউ আমাদের বাহিনীকে লক্ষ্যবস্তু বানানোর অপচেষ্টা করে তবে সঙ্গে সঙ্গেই সে অপচেষ্টা নস্যাৎ করে দিতে হবে। কোনো দেশকে ইঙ্গিত না করলেও রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্কের টানাপোড়েন চলছে।
এ নিয়ে তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ নানা পদক্ষেপ নিয়েছে রাশিয়া। আইএসের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি রাশিয়ার : সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, রুশ ডুবোজাহাজের (সাবমেরিন) নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় (যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়) পারমাণবিক অস্ত্র (ওয়ারহেড) যুক্ত করা হতে পারে। বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এক সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন। তিনি বলেন, যদিও পরমাণু অস্ত্র ব্যবহার করাটা একটা সম্ভাবনা মাত্র। তবু তিনি আশা করেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে এগুলো কখনোই ব্যবহার করতে হবে না। পুতিন দাবি করেন, গত তিনদিনে তার বাহিনী বিভিন্ন ধরনের ৩০০টি লক্ষ্যে হামলা চালিয়েছে। একই সঙ্গে গত মাসে তুরস্কের ধ্বংস করা বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারে সিরিয়ার বিশেষ বাহিনীকে সহায়তা করেছে।

No comments

Powered by Blogger.