চীনের শীর্ষ ধনী গুয়াংচ্যাং হঠাৎ নিখোঁজ!

চীনের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন গুয়ো গুয়াংচ্যাংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনার পর জল্পনা চলছে যে হয়তো পুলিশ তাকে আটক করেছে। গত আগস্ট মাসে গুয়োকে একটি দুর্নীতির মামলায় জড়িত করা হয়। গুয়োর বয়েস মাত্র ৪৮। কিন্তু তার ব্যবসার সাম্রাজ্য এর মধ্যেই সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
ফোর্বস ম্যাগাজিনের অনুমান, তার মোট সম্পদের পরিমাণ ৭০০ কোটি ডলার এবং তিনি ফরাসি হলিডে ফার্ম ক্লাবমেডও নিয়ন্ত্রণ করেন। তাকে বলা হয় চীনের ওয়ারেন বাফেট- বিনিয়োগের প্রতি তার উৎসাহের জন্য। চীনের একটি সাময়িকী বলছে, গুয়োর কোম্পানি ফোসুন ইন্টারন্যাশনাল বলেছে- তারা বৃহস্পতিবারের পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগই করতে পারেনি। কোম্পানিটি শুক্রবার হংকং স্টক এক্সচেঞ্জকে বলেছে, তারা যেন ফোসুন কোম্পানির শেয়ার বেচাকেনা বন্ধ রাখে। বিবিসি

No comments

Powered by Blogger.