ব্রাহ্মণ্যবাদের প্রচার করছেন মোদি : অরুন্ধতী

ভারতে নরেন্দ্র মোদির সরকার ‘ব্রাহ্মণ্যবাদে’র প্রচার করছে বলে অভিযোগ তুলেছেন বুকার জয়ী লেখিকা ও মানবাধিকার কর্মী অরুন্ধতী রায়। তিনি বলেন, ভারতে সংখ্যালঘু সম্প্রদায় যে রকম আতঙ্কের পরিবেশে রয়েছে, তার জন্য ‘অসহিষ্ণুতা’ শব্দটি যথেষ্ট নয়। মহাত্মা জ্যোতিবা ফুলে সমতা পরিষদের ‘ফুলে সমতা পুরস্কার’ নেওয়ার সময় দেশের পরিস্থিতি নিয়ে এমনই মন্তব্য করলেন তিনি৷
তাঁর অভিযোগ, মোদি সরকার হিন্দুত্ববাদের নামে ব্রাহ্মণ্যবাদ প্রচার করছে৷ তিনি আরও বলেন, সমাজ সংস্কারকদের ‘মহান হিন্দু’ হিসাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে৷ যাঁদের মধ্যে অন্যতম হলেন ডঃ বিআর আম্বেদকর৷ যদিও হিন্দু ধর্ম ত্যাগ করেছিলেন তিনি৷ অরুন্ধতীর এই মন্তব্যের পরেই শুরু হয় কট্টরপন্থীদের বিক্ষোভ৷ অরুন্ধতী দেশবিরোধী ও দেশের মানুষের জাতীয় চেতনায় আঘাত করেছেন বলে অভিযোগ তুলে সভাস্থলের বাইরেই প্রতিবাদ করতে শুরু করে বিজেপি’র ছাত্র সংগঠন এবিভিপি’র ছাত্ররা৷ তবে পুলিশি তৎপরতায় বড় কোনও ঘটনা ঘটেনি৷

No comments

Powered by Blogger.