আরব বিশ্বের প্রথম নারী স্পিকার হলেন আমল আল-কুবাইসি

সংযুক্ত আরব আমিরাত পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন আমল আল-কুবাইসি। আরব বিশ্বে তিনিই হচ্ছেন প্রথম নারী স্পিকার। আমিরাতের সরকারি বার্তা সংস্থা বুধবার এ খবর জানিয়েছে।
ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রিধারী এবং একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল-কুবাইসি গত অক্টোবরে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। পার্লামেন্টের প্রথম অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তিনি স্পিকার হন।
ওই নির্বাচনে মোট ৭৬ জন নারী প্রার্থী ছিলেন। এদের মধ্যে নির্বাচিত হন কেবল একজন।
আমিরাত পার্লামেন্টের নাম ফেডারেল ন্যাশনাল কাউন্সিল (এফএনসি)। এর সদস্য সংখ্যা ৪০। এদের অর্ধেক জনসাধারণের ভোটে নির্বাচিত হন। বাকিরা নির্বাচিত হন দেশটির শাসকদের মাধ্যমে। পার্লামেন্টে মোট নারী সদস্য আটজন।
স্পিকার নির্বাচিত হওয়ার পর আল-কুবাইসি বলেন, আমি এফএনসির প্রথম নারী স্পিকার হওয়ার সম্মান লাভ করেছি। এটা হলো রাজনৈতিক সক্ষমতা লাভে দেশের জনগণের সমর্থন লাভের প্রমাণ।
২০০৬ সালে আল-কুবাইসি প্রথম নারী সদস্য হিসেবে এফএনসিতে নির্বাচিত হয়েছিলেন। ওই পার্লামেন্টের একটি সভায় প্রথম নারী হিসেবে তিনি সভাপতিত্বও করেন।
সুত্র : ডেইলি সাবাহ ও আল আরাবিয়া।

No comments

Powered by Blogger.