৩ দিনে ৬০ বার বিমান হামলা

তিন দিনে ৬০ বার। সিরিয়ার বিভিন্ন অবস্থানে এতবার রুশ বিমান হামলা চালানো হয়েছে।
রাশিয়া দাবি করেছে, তারা ইসলামিক স্টেটের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে। তবে বেশ কয়েকটি দেশ দাবি করেছে, রুশ বিমানগুলো আসাদবিরোধী গ্রুপের ওপর চালানো হচ্ছে।
অবশ্য, রুশ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আদ্রি কাতাপোলোভ জানিয়েছেন, “বিমান অভিযানে আইএস এখন অনেকটাই কোণঠাস। তাদের বেশিরভাগ আগ্নেয়াস্ত্রই খতম করা গিয়েছে।” সংবাদসংস্থা সূত্রে খবর, সিরিয়ার খামেইমিম বিমানঘাঁটি থেকে আইএস জঙ্গিদের উপর ২৪ ঘণ্টার বিমান হামলা চালাচ্ছে রুশ সেনা।
এ বিষয়ে রুশ বিমানবাহীকে তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়ার গোয়েন্দারা। সন্ত্রাসবাদীরা রুশ হামলার জেরে পালাতে শুরু করেছেন বলে খবর। অনেকে সন্ত্রাসবাদীই ইতিমধ্যে ভয়ে সিরিয়া প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছে। অভিযানে রুশ বিমান বাহিনী বাঙ্কার ব্লাস্টার বোমা ব্যবহার করছে। এতে রাকায় আইএসআইএলের কমান্ড পোস্ট ধ্বংস হয়ে গেছে বলে জানান তিনি।

No comments

Powered by Blogger.