সরকার থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘নির্বাচন করতে হলে আমাদের বেরিয়ে আসতেই হবে।’ আজ দুপুরে বনানীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকার জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
ব্যর্থতার দায়ভার নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে পদত্যাগ করবেন কি না- জানতে চাইলে প্রাক্তন রাষ্ট্রপতি বলেন, ‘এটি আমার জন্য বিব্রতকর। আমরা বিরোধী দলের ভূমিকা পালন করছি। ভবিষ্যতেও বিরোধী দল হিসেবে থাকতে চাই।’
জাপা মন্ত্রীদের পদত্যাগ প্রসঙ্গে এরশাদ বলেন, ‘এখনো সময় হয়নি। সময় হলেই আমরা বেরিয়ে আসব। নির্বাচনের এখনো তিন বছর বাকি। আমরা নির্বাচন করব। আর এ অবস্থায় নির্বাচন করা যাবে না। নির্বাচন করতে হলে আমাদের বেরিয়ে আসতে হবে।’
এরশাদ বলেন, ‘এখন আমরা দলীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছি। জেলা কমিটি করা হচ্ছে। এরপর নির্বাচনের জন্য সারা দেশে প্রার্থী ঠিক করা হবে। তারপর আমরা সরকার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেব।’
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত অর্নামেন্টাল পোস্ট। এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। সরকারের ব্যর্থতার দায়ভার পার্টির চেয়ারম্যান নেবেন না।’
তিনি আরো বলেন, ‘সরকার সম্মান করে দলের চেয়ারম্যান এরশাদকে বিশেষ দূতের পদে নিয়োগ দিয়েছে। কারণ তার সঙ্গে মধ্যপ্রাচ্যের বিশেষ সম্পর্ক রয়েছে।’
বর্তমান পরিস্থিতির দায় জাতীয় পার্টি নেবে না - জিয়া উদ্দিন আহমেদ বাবলু
জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বর্তমান পরিস্থিতির দায় জাতীয় পার্টি নেবে না। সোমবার বনানী’র দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ওই সংবাদ সম্মলনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, সরকার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এসময় একজন সাংবাদিক প্রশ্ন করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে সরকারের এসব ব্যর্থতার দায়ভার আপনি নিবেন কিনা? এ প্রশ্নের জবাবে এরশাদ বলেন, এটা আমার জন্য খুব স্পর্শকাতর বিষয়। আমি এটা নিয়ে কথা বলতে চাই না। তখন পাশে থাকা জাপা মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত একটি আলঙ্কারিক পদ। এটি বিশ্বের বিভিন্ন দেশেই আছে। তার মূল পদ জাতীয় পার্টির চেয়ারম্যান। বর্তমান পরিস্থিতির দায় জাতীয় পার্টি  নেবে না।

No comments

Powered by Blogger.