'সাদ্দাম, গাদ্দাফি ক্ষমতায় থাকলে মধ্যপ্রাচ্য অনেক বেশি স্থিতিশীল হতো'

মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে ইচ্ছুক ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, লিবিয়ায় মোহাম্মর গাদ্দাফি এবং ইরাকে সাদ্দাম হোসেন এখনো ক্ষমতায় থাকলে মধ্যপ্রাচ্য অনেক বেশি স্থিতিশীল হতো। তিনি সিরিয়ায় বাশার আল আসাদকে উৎখাতের প্রয়াসের বিরুদ্ধেও কথা বলেন। তিনি বলেন, লিবিয়ায় আমরা কী করেছি দেখুন। বিশৃঙ্খল অবস্থা। ইরাকেও একই অবস্থা। সিরিয়ায়ও একই ঘটনা ঘটছে।
এনবিসির চাক টড তাকে প্রশ্ন করেন, গাদ্দাফি ও সাদ্দাম ক্ষমতায় থাকলে মধ্যপ্রাচ্য কি আরো স্থিতিশীল হতো? জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, অবশ্যই হতো।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান দল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে ট্রাম্প বেশ এগিয়ে রয়েছেন।
তিনি বলেন, তিনি সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে রাশিয়ার অভিযানকে সমর্থন করেন, যদিও রাশিয়া আসাদকে সহায়তা করছে।
গত সপ্তাহে তিনি বলেছিলেন, আসাদকে ক্ষমতাচ্যুৎ করা হলে তার স্থলাভিষিক্ত হবেন তার চেয়েও খারাপ কেউ।

No comments

Powered by Blogger.