মুজাহিদের মৃত্যুদণ্ড প্রত্যাহারের দাবি ইউরোপিয় পার্লামেন্টের

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগ বহাল রাখায় উদ্বেগ জানিয়েছেন দক্ষিণ এশিয়া বিষয়ক ইউরোপিয় পার্লামেন্ট প্রতিনিধি দলের চেয়ারম্যান জিন ল্যাম্বার্ট। তিনি রিভিউ আবেদনে মৃত্যুদণ্ড কমিয়ে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার বিষয়টি বিবেচনা করতে আদালতের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসমান জাহানের কাছে পাঠানো এক চিঠিতে গত ২৩ অক্টোবর তিনি এ উদ্বেগ জানান।
চিঠিতে বলা হয়, ইউরোপিয় ইউনিয়ন মৃত্যুদণ্ডের সম্পূর্ণ বিরোধী। "আমি এই বিশেষ মামলা নিয়ে উদ্বেগ জানাচ্ছি কারণ আমরা জানতে পেরেছি এই মামলায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা না-ও হতে পারে এবং যেটা আন্তর্জাতিক মানবাধিকার ও ন্যায় বিচারের বেশ কিছু মানদণ্ডের বিপরীত।"
আপিল বিভাগে মুজাহিদের আইনজীবীদের পক্ষ থেকে দায়ের করার রিভিউ আবেদনের বিষয়টি তার গোচরে রয়েছে বলেও চিঠিতে জানানো হয়।
এতে বলা হয়, ইইউ নীতিমালা অনুযায়ী আমি আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনালের প্রতি মুজাহিদের বর্তমান দণ্ড বিবেচনায় নিয়ে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার দাবি জানাচ্ছি।

No comments

Powered by Blogger.