কেঁদেই জার্মানিতে থাকার অনুমতি নিল ফিলিস্তিন কিশোরী

বিতাড়িত হওয়ার ভয়ে কেঁদেই জার্মানিতে বসবাসের অনুমতি নিল এক ফিলিস্তিন কিশোরী। দি বোস্টক সিটি হলের মেয়র ক্রিস মুয়েলার শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। মানবিক বিবেচনায় তাকে এ অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর এএফপির। জার্মান চ্যান্সেলর এদিন রাজধানী বার্লিনে শরনার্থী সংকট নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। বলছিলেন, ‘যুদ্ধ ও দারিদ্র্যের কারণে বাস্তুহারা সব শরণার্থীর বোঝা জার্মানি একা বইতে পারবে না।’
এক মুহূর্তে পরেই তার পাশেই ফুঁপিয়ে কাঁদা শুরু করেছিল একটি কিশোরী। চার বছর আগে লেবাননের একটি আশ্রয় শিবির থেকে জার্মানিতে নিরাপদ আশ্রয়ে আসা ফিলিস্তিনের এ কিশোরীর নাম রীম (১৪)। বেশ অনেকদিন ধরে রীম শুনে আসছিল তাদের দেশটি থেকে তাড়িয়ে দেয়া হবে। মার্কেলের বক্তব্য তাই তার শংকা বাড়িয়ে দিয়েছিল। বিতাড়িত হওয়ার ভয়ে কেঁদে উঠেছিল সে। কিন্তু, পরবর্তীতে যা ঘটলো তা ছিল পুরোটাই ব্যতিক্রম। মার্কেল তার কাছ গিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। আশ্বাস দিলেন রীম ও তার পরিবারের আশ্রয়ের। শুক্রবার রোস্টক সিটি হল থেকে জানানো হয়, জার্মানিতে থাকতে আবাসন সুবিধা দেয়া হয়েছে রীম ও তার পরিবারকে। ২০১৬ সালের মার্চ মাস পর্যন্ত কার্যকর থাকবে এর অনুমতি মেয়াদ।

No comments

Powered by Blogger.