আরাফাতের মৃত্যুর ময়নাতদন্ত বন্ধ!

ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতকে হত্যা করা হয়েছে এমন সন্দেহে চলমান এক তদন্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফ্রান্সের বিচারকরা। ইয়াসির আরাফাতকে তেজস্ক্রিয় পদার্থ দিয়ে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ এনেছিলেন তার বিধবা স্ত্রী সুহা। সুইজারল্যান্ডের করা পরীক্ষায় ওই দাবির সমর্থন মেলে। তবে বিচারকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আরাফাতকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগের বিষয়ে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
আর তাই তারা তাদের তদন্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ২০০৪ সালের ৮ নভেম্বর একটি স্ট্রোকে ইয়াসির আরাফাত মারা যান। তবে সেসময় তার স্ত্রী কোনো অভিযোগ না আনায় তার লাশের কোনো ময়নাতদন্ত হয়নি। ২০১২ সালে আল-জাজিরা টেলিভিশনের একটি অনুসন্ধানে জানা যায়, সুইজারল্যান্ডের গবেষণায় আরাফাতের লিভারে পোলনিয়াম-২১০ এর অস্বাভাবিক অস্তিত্ব পাওয়া যায়। এরপরেই সুহা আরাফাত তার স্বামীর মৃতদেহ পরীক্ষার দাবি জানান। রামাল্লায় ইয়াসির আরাফাতের কবর থেকে নমুনা সংগ্রহ করেন ফ্রান্স, সুইজারল্যান্ড আর রাশিয়ার তদন্তকারীরা। এর আগেই ফ্রান্সের একজন আইনজীবী জানিয়েছিলে যে, পোলনিয়ামের ওই অস্তিত্ব প্রাকৃতিক কারণেই ঘটেছে।

No comments

Powered by Blogger.