আহমেদকে হোয়াইট হাউসে আমন্ত্রণ

হাতে বানানো একটি ঘড়ি স্কুলে নেয়ার পর গ্রেফতার হওয়া মার্কিন কিশোর আহমেদ মোহাম্মদকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আরভিংয়ের ম্যাকআরথার হাইস্কুলের ছাত্র ১৪ বছরের কিশোর আহমেদ মোহাম্মদ শিক্ষকদের দেখাতে সঙ্গে করে নিয়ে এসেছিলেন নিজের তৈরি একটি ঘড়ি। ঘড়িটিকে বোমা বলে ভুল করে পুলিশে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। পরে অবশ্য ভুল বুঝতে পেরে তাকে ছেড়ে দেয়া হয়। আহমেদ মোহাম্মদকে তার সেই ঘড়ি নিয়ে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন শিশুদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রভূত সমৃদ্ধি ঘটতে পারে।
টুইটারে পোস্টের মাধ্যমে এ আমন্ত্রণ জানান ওবামা। এদিকে ফেসবুকে নিজের পোস্টে তার অনুসন্ধিৎসু ও সৃজনশীল মননের প্রশংসা করে আমন্ত্রণ জানান প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি বলেন, নতুন কিছু সৃষ্টি করাকে উদযাপন করা প্রয়োজন, গ্রেফতার নয়। আহমেদ মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক। আমি আমার শিক্ষকদের জন্যই ঘড়িটা বানিয়ে নিয়ে এলাম আর তারাই আমাকে ভুল বুঝলেন। এ ঘটনা আমাকে খুবই কষ্ট দিয়েছে।’ একই সংবাদ সম্মেলনে তিনি স্কুল পরিবর্তন করার ইচ্ছাও প্রকাশ করেন। সুদানি বংশোদ্ভূত আহমেদ মোহাম্মদের বাবা মোহাম্মেদ এলহাসান জানান, মোহাম্মদ খুব মেধাবী। বাড়িতে সে নিজেই বিগড়ে যাওয়া বৈদ্যুতিক যন্ত্রপাতি ঠিক করে। তিনি অভিযোগ করেন, নামের কারণেই তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তবে তার এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

No comments

Powered by Blogger.