চার ট্রেন হিরোকে ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার

ফ্রান্সের একটি ট্রেনে মরক্কোর এক বন্দুকধারীকে ধরাশায়ী করে ‘প্রকৃত হত্যাকাণ্ড’ প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ তিন আমেরিকান ও এক ব্রিটিশকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা ‘লিজিয়ন দ্য অনার’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ সোমবার এ পুরস্কার দিয়েছেন। ১৮০২ সালে নেপোলিয়ান বোনাপার্ট এ পুরস্কার চালু করেছিলেন। এলিসি প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওলান্দ বলেন, ‘এক সন্ত্রাসী হামলার সিদ্ধান্ত নিয়েছিল। প্রকৃত হত্যাকাণ্ড ঘটাতে তার কাছে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ ছিল।
আপনারা যদি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের পাকড়াও করতে না পারতেন তাহলে সে হত্যাকাণ্ড ঘটাত।’ শুক্রবার ওই ঘটনার ফরাসি গণমাধ্যম এই চার ব্যক্তিকে ‘ট্রেন বীর’ খেতাবে ভূয়সী প্রশংসা করেছে। শুধু ফ্রান্সেই নয়, গোটা বিশ্বেই তারা এখন ‘ট্রেন হিরো’ নামে পরিচিত। মরক্কোর নাগরিক আয়ুব আল খাজ্জানি (২৫) একে৪৭সহ আরও বেশ কিছু অস্ত্রসমেত দ্রুতগতির থেলিস ট্রেনে উঠে হত্যাযজ্ঞ শুরু করার পূর্বমুহূর্তে, জীবনের ঝুঁকি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়েন স্পেন্সার স্টোন, আলেক স্কারলাটোস, অ্যান্থনি স্যাডলার এবং ক্রিস নরম্যানসহ আরও দু’জন। অবশিষ্ট দুই ব্যক্তিকেও অনবিলম্বে সম্মাননা প্রদান করা হবে। তারা গুরুতর আহত।

No comments

Powered by Blogger.