আফগান নারীকে পিটিয়ে পুড়িয়ে হত্যা

পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করায় আফগানিস্তানে পিটিয়ে হত্যা করা হয়েছে এক নারীকে। তার নাম ফারকুন্দা। নিহতের বাবা-মায়ের দাবি তাদের মেয়ে ৯ বছর বয়স থেকে মানসিকভাবে অসুস্থ। এ ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। কাবুলের কেন্দ্রস্থলে এ হত্যাকাণ্ড ঘটে। উন্মত্ত জনতা লাঠি এবং ইটসহ তার ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
দেশটির পুলিশ এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে বলে জানা যায়। দেশটির অপরাধ তদন্ত বিভাগের প্রধান জেনারেল ফরিদ আফজাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের বয়স ২৭। পরিবার বলছে ফারকুন্দা ১৬ বছর ধরে মানসিকভাবে অসুস্থ। প্রকাশ্যে ওই নারী কোরআনে অগ্নিসংযোগ করেছেন এমন অভিযোগে তার ওপর নির্বিচারে হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এরপর ফারকুন্দার দেহ টেনে কাবুল নদীর তীরে নিয়ে যাওয়া হয়। তার শরীরে আগুন দেয়া হয়। দগ্ধ শরীর নদীতে ভাসিয়ে দেয় হামলাকরীরা।

No comments

Powered by Blogger.