লজ্জিত নন ওলগা লিউলচ্যাক

এবার ইউক্রেনের এক নারী রাজনীতিকের গোপনীয় ছবি ফাঁস হলো ইন্টারনেটে। তিনি দেশটিতে আগামী মাসের পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হলিউড তারকাদের গোপন ও বিবস্ত্র ছবি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার পর, এবার একই কায়দায় অর্থাৎ আইফোনের অনলাইন স্টোরেজ সুবিধা ‘আইক্লাউড’ অ্যাকাউন্ট হ্যাক করেই এ ঘটনা ঘটানো হলো। এ ঘটনার শিকার ইউক্রেনের নারী রাজনীতিকের নাম ওলগা লিউলচ্যাক। তিনি বলেছেন, এই ছবি ফাঁসের ঘটনাকে তিনি পরোয়া করেন না এবং এতে তিনি লজ্জিতও নন। বরং বিবস্ত্র এসব ছবিকে তিনি আখ্যায়িত করেছেন ‘শিল্প’ হিসেবে। গত মাসে ফাঁস হওয়া ৩০ বছর বয়সী নারী ওলগা লিউলচ্যাকের বিবস্ত্র ছবিগুলো নিয়ে আলোচনার ঝড় উঠেছে ইউক্রেনে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। সেখানে আরও বলা হয়, এ বছরের মে মাসে অনুষ্ঠিত স্থানীয় কিয়েভ সিটি কাউন্সিল নির্বাচনে নিজের পদ হারান তিনি। তবে এবারের ছবি ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে তাকে যারা সমালোচনা করছেন, তাদের দিকে পাল্টা আঘাত হেনেছেন তিনি। তার মতে, বিবস্ত্র ফটোশ্যুটে অংশ নেয়া নারীদের ছোট করা উচিত নয়। তার ভাষায়, ভ্যান গগ কিংবা তিতিয়ানদের মতো মহান শিল্পীদের শ্রদ্ধা করে গোটা বিশ্ব। তারা নগ্ন সৌন্দর্য ফুটিয়ে তুলেছিলেন নিজেদের শিল্পকর্ম, যা প্রশংসিত হয়েছিল।

প্রসঙ্গত, সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যামিপয়ন ভিটালি ক্লিসচকোর দলের প্রার্থী লিউলচ্যাক। কাকতালীয়ভাবে, ভিটালির ভাইয়ের বাগদত্তা মার্কিন অভিনেত্রী হেইডেন পয়ানেত্তিয়ারের বিবস্ত্র ছবিও ফাঁস হয়েছিল কয়েকদিন আগে।

No comments

Powered by Blogger.